গাইবান্ধায় চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৪
করতোয়া ডেস্ক : গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) পরীক্ষা চলাকালে কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বহিষ্কার করা হয়। আটকরা হলেন- ডিভাইসসহ আবু সায়েম মন্ডল (২৩), রাশেদ আহমেদ হৃদয় (২২), আসাদুজ্জামান (২১) ও শাহ সুলতান (২৫)।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদরুল আলম বলেন, পরীক্ষায় প্রক্সি দিতে দু’জন ও ডিভাইস চক্রের দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি ও হিসাব সহকারী ৩টি শূন্যপদের বিপরীতে পরীক্ষা চলছিল।
লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় নেওয়া হয়। চাকরিপ্রত্যাশী আটকদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। তারা জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে পরীক্ষা দিতে আসছিলেন।
আরও পড়ুনজেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি শূন্যপদের বিপরীতে তিন হাজার ৩৪৯ জন ও হিসাব সহকারী তিনটি শূন্যপদের বিপরীতে ৪৩০ জন আবেদন করেন।
মন্তব্য করুন