ভৈরবে পৃথক অভিযানে ৫ ছিনতাইকারী গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ সদস্যরা।
আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- পৌর শহরের উত্তরপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে আরমান (৪৫), একই এলাকার খলিলুর রহমানের ছেলে রবিন মিয়া (২৭), সাজিদ মিয়ার ছেলে জুম্মন মিয়া (২২), দক্ষিণ পাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে সজল মিয়া (৩০), ও একই এলাকার জাহাঙ্গির মিয়ার ছেলে আশ্রাফুল আলম রিপন (২৪)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে উত্তরপাড়া বালুর মাঠ থেকে ছিনতাইকারী জুম্মান ও রবিনকে আটক করে। এদিকে ১১ জানুয়ারি ভৈরব শহরের সুইপার পট্টি থেকে ভৈরব শহর ফাঁড়ির এস আই মামুন ও এটিএসআই সাইফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রিপন, সজল ও আরমানকে গ্রেফতার করে।
আরও পড়ুনগ্রেফতারে তথ্য নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ভৈরবে ব্যাপক হারে ছিনতাই বেড়েছে। পুলিশ প্রতিদিন নিয়মিত শহর ও গ্রামে টহল দিয়ে যাচ্ছে। কয়েকদিনে আরো কয়েকজন ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মনমরা ব্রিজ এলাকায় ভ্যান চালককে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে আরমানকে গ্রেফতার করা হয়েছে। চিহৃিত ছিনতাইকারী সজলের বিরুদ্ধে ৫টি মামলা, রিপনের বিরুদ্ধে ৪টি মামলা, রবিনের বিরুদ্ধে ৩টি ও জুম্মনের বিরুদ্ধে ২টি করে মামলা রয়েছে।
এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। ভৈরবকে ছিনতাই ও মাদকমুক্ত করতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
মন্তব্য করুন