ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

অ্যাওয়ার্ড’প্রাপ্তির কথা বিশেষভাবে মনে করলেন বিপাশা কবির

অভিনেত্রী বিপাশা কবির

অভি মঈনুদ্দীন ঃ একজন লাক্স তারকাভিনেত্রী হিসেবে মিডিয়াতে অভিনেত্রী বিপাশা কবিরের যাত্রা শুরু হয়েছিলো। দেশের প্রতিথযশা গুনী অভিনেত্রী ও নাট্যনির্দেশক রুমানা রশীদ ঈশিতার পরিচালনায় প্রথম নাটকে অভিনয় করেন বিপাশা। এরপর হিমু আকরামের ‘জলছাপ’, শাহরিয়ার নাজিম জয়ের ‘আরো যাবো না এভারেস্ট’,‘ আলভী আহমেদ’র ‘সমীকরণ’সহ আরো বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি।

সিনেমাতে তিনি প্রথম অভিনয় করেন শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’-এ। একজন নায়িকা হিসেবে এরপর তিনি বেশকিছু সিনেমাতেও অভিনয় করেছেন। নায়িকা হিসেবে তার অভিনীত আলোচিত সিনেমা হচ্ছে ‘গুণ্ডামি’,‘ পোড়ামন’,‘ ক্রাইম রোড’,‘ জিরো থেকে টপ হিরো’,‘ থেকে টপ হিরো’,‘ ছেলে দ্যা লোফার’,‘ পাষাণ’,‘ খাস জমিন’, ‘পরাণে পরাণ বান্ধিয়া’,‘ আড়াল’ ইত্যাদি। বিভিন্ন সিনেমাতে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন সময়ে ‘বাবিসাস অ্যাওয়ার্ড’ (২০১৫ ও ২০১৬’তে), ‘সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড’,‘ এজেএফবি স্টার অ্যাওয়ার্ড’সহ আরো বেশকিছু সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন।

এদিকে বিপাশা কবির অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমা তিনটি হচ্ছে বাপ্পী খানের ‘সোলমেট’, কালাম কায়সারের ‘যার নয়নে যারে লাগে ভালো’ ও রেজা হাসমতের ‘জেদী মেয়ে’।

আরও পড়ুন

বিপাশা কবির বলেন,‘ আশার কথা হচ্ছে নায়িকা হিসেবে আমার অভিনীত শেষ হয়ে যাওয়া এই তিনটি সিনেমা এই বছর মুক্তির প্রস্তুতি নিচ্ছে। খবরটা শুনে আমার নিজেরই ভালোলাগছে। ভীষণ মনে পড়ছে আজ গুণ্ডামি সিনেমাতে অভিনয়ের জন্য আমি বাবিসাস, এজেএফবি এবং সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলাম। এটা আমার প্রথম সিনেমা ছিলো। প্রথম সিনেমার জন্যই বিভিন্ন সংগঠন কর্তৃক’প্রাপ্তহ সম্মাননা আমাকে অনেক অনুপ্রাণিত করেছিলো। যে কারণে পরবর্তীতে আরো বেশকিছু ভালো ভালো গল্পের সিনেমাতে কাজ করি।

সর্বশেষ আমার অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। আমার বিশ্বাস এই সিনেমাগুলোও দর্শকের ভালোলাগবে।’ বিপাশা কবির দুটি ওয়েব ফিল্মে অর্ভিনয় করেও দারুণ প্রশংসিত হয়েছিলেন। ওয়েব ফিল্ম দুটি হচ্ছে ‘জার্নি’ ও ‘আঘাত’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

মেহেরপুরে ২ কেজি ওজনের সোনাসহ ভারতীয় নাগরিক আটক

ককটেল ফাটিয়ে লুটে নিলো বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা 

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ

যশোরে সার মজুদ রাখায় ২ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়ে একাধিক প্রেমে মজেন কুমার শানু