প্রেম করছেন করণ জোহর!
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নির্মাতা, প্রযোজক করণ জোহর প্রেমে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
করণে জোহরের প্রেমে পড়ার খবর বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রথমে খুশিই হন ভক্তরা। দীর্ঘদিন একাকী জীবন কাটিয়েছেন। এবার তার জীবনে আসছে কোনো সঙ্গী। এমনটিই ভেবেছিলেন শুভাকাঙ্ক্ষীরা। তবে পরে হতাশই হন তারা। রোববার (১২ জানুয়ারি) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে করণ লেখেন, আমি ইনস্টাগ্রামের সঙ্গে প্রেম করছি। ও আমার কথা শোনে। করণ আরও লেখেন, আমি যাতে নিজের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারি, সেই দিকে নজর রাখে। কখনও আবার বিলও মিটিয়ে দেয়। ওকে ভালো না বেসে পারা যায়?
আরও পড়ুনপ্রসঙ্গত, বিয়ে না করলেও সারোগেসির মাধ্যমে ২০১৭ সালে দুই সন্তানের বাবা হন করণ জোহর। সিঙ্গেল ফাদার হিসেবে বড় করছেন ছেলে যশ ও মেয়ে রুহিকে। ছেলের এমন ইচ্ছায় সম্মতি দিয়েছেন করণের বৃদ্ধ মা হিরু জোহরও। করণের সাথে তিনিও দেখভালের দায়িত্ব নিয়ে বড় করে তুলছেন যশ ও রুহিকে।
মন্তব্য করুন