বার্সায় বিধ্বস্ত হয়ে যা বললেন আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মরুর বুকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বড় বড় হারের লজ্জায় ডুবেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ম্যাচে বার্সা’র কাছে ৫-২ গোলে হেরেছে আনচেলত্তির দল।
দলের এমন পারফরম্যান্সে হতাশ হয়ে এই খেলার মানকেই প্রশ্নবিদ্ধ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এই ম্যাচ জিতলে লা লিগায় হারের শোধ নেওয়ার পাশাপাশি সুপার কাপের শিরোপা জেতার সুযোগ ছিল রিয়ালের। শুরুতে এগিয়ে যাওয়ায় সেই সম্ভাবনা জাগিয়েছিল আনচেলত্তির শিষ্যরা। তবে ম্যাচের বাকি সময়ে বার্সার দাপটে ছিটকে যায় রিয়াল। তাদের রক্ষণভাগ একের পর এক ভুল করে বার্সাকে সহজেই গোলের সুযোগ দেয়। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এটা খুব বাজে একটি রাত। আমাদের খেলায় অনেক ত্রুটি ছিল। আমরা যেমন খেলতে চেয়েছিলাম, সেটা করতে পারিনি। প্রথমার্ধে আমরা মূলত ফুটবল খেলিনি, লং বল খেলেছি। অথচ, এভাবে খেলার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। বিরতির সময় আমি খেলোয়াড়দের বলেছিলাম যে, আমরা হয়তো হারতে পারি, কিন্তু এমনভাবে হার নয়।’ দলের রক্ষণভাগের ব্যর্থতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমরা খুব বাজে ডিফেন্ড করেছি। এর ফলে বার্সেলোনা সহজেই গোল করার সুযোগ পেয়েছে। প্রচণ্ড চাপের মুখে আমাদের রক্ষণভাগ কার্যকরভাবে কাজ করতে পারেনি। এটি আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।’
এই পরাজয় রিয়াল সমর্থকদের মতো কোচ আনচেলত্তিকেও হতাশ করেছে। তবে তিনি সামনে ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘জীবনের মতো ফুটবলেও জয়-পরাজয় থাকবে। আমাদের পরাজয় থেকে শিক্ষা নিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন
মন্তব্য করুন