পাঁচ দিনে গাজায় আরও ৭০ শিশুকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক : গত পাঁচ দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় ৭০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স সার্ভিস। রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিফেন্স সার্ভিস নিহতদের বয়স সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে শুধু বলেছে, ফিলিস্তিনি অঞ্চলজুড়ে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে চালানো হামলায় এসব শিশু প্রাণ হারিয়েছে। আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি শিশুরা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি বয়ে চলছে। এই যুদ্ধ এখন ১৬তম মাস পার করছে।গত ৮ জানুয়ারি ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, নতুন বছরে আক্রমণ, বঞ্চনা ও ঠাণ্ডার ঝুঁকি আরও বেশি মৃত্যু ও ভোগান্তি নিয়ে এসেছে।
আরও পড়ুন২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৬,৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ১ লাখ ৯৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েলি আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে দেশটির বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।
মন্তব্য করুন