পাবনার ভাঙ্গুড়ায় জমির মাটি কেটে বিক্রির অপরাধে ৫৫ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ফসলী জমি থেকে মাটি কেটে বিক্রির অপরাধে দু'জন মাটি ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দহপাড়া গ্রামের মাঠে হাসিনুর রহমান ও আব্দুল হাই তিন ফসলি জমি থেকে মাটি ক্রয় করে তা কেটে অন্যত্র বিক্রি করে আসছিলেন। এতে পার্শ্ববর্তী জমির ক্ষতি হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনকে অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবসায়র হাসিনুর রহমানকে ৫০ হাজার এবং আব্দুল হাইকে ৫ হাজার টাকা মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাসিনুর উপজেলার ঝবঝবিয়া গ্রামের বাসিন্দা এবং জহির দহপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুনউপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি কাটা ও অন্যত্র বিক্রী করার অপরাধে দুই মাটি ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন