বগুড়ার আদমদীঘিতে বিল্ডিংয়ের সানসেট ভেঙ্গে নির্মাণ মিস্ত্রীর মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নির্মাণাধীন বিল্ডিংয়ের সাটারিং খুলতে গিয়ে সানসেট ভেঙ্গে আব্দুল হামিদ (৪২) নামের এক গৃহনির্মাণ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলের দিকে আদমদীঘির মুরইল সাওইল সড়কের পাশে পুশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির থলপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আদমদীঘি মুরইল-সাওইল সড়কের পাশে পুশিন্দা গ্রামে জনৈক শহিদুল ইসলাম বিল্ডিং নির্মাণ করছেন। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে নির্মাণাধীন ওই বিল্ডিংয়ের সাটারিংয়ের কাঠ খোলার সময় বেলকুনির সানসেট ভেঙ্গে আব্দুল হামিদের ওপর পড়ে গুরুত্বর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন