বগুড়ায় নির্ধারিত সময়ের মধ্যে চাল সরবরাহে ডিসি’র আহ্বান
স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান শেষ হবে। এই সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত যে পরিমাণ ধান ও চাল সংগ্রহ হয়েছে তা আশানুরূপ নয়। তাই আমন সংগ্রহ অভিযান সফল করার মধ্য দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। যেসব মিলার যে পরিমাণ চাল সরবরাহে চুক্তিবদ্ধ করেছেন সেই পরিমাণ চাল খাদ্য বিভাগে সরবরাহের জন্য তিনি আহবান জানান।
তিনি আজ সোমবার (১৩ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়ায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান সফলকরণ এবং আমন ধান ও চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে জরুরী সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
আরও পড়ুনআলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু, বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন উর রশিদ, দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল হক, বগুড়া সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীসহ জেলা পুলিশের কর্মকর্তা, জেলা চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চাল কল মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন