বগুড়ার শিবগঞ্জে মাদক ব্যবসায়ী আলম গ্রেপ্তার
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে ২৫০ পিছ ইয়াবা ও ৫ গ্রাম হিরোইনসহ আলমগীর হোসেন আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আলম উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, মাদক দ্রব্য অধিদপ্তর বগুড়া-খ অঞ্চলের সদস্যরা আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় আলমের বাড়ি থেকে ওই পরিমাণ মাদকসহ তাকে গ্রেপ্তার করেন।
আরও পড়ুনগ্রেপ্তারকৃত আলম এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। বগুড়া মাদকদ্রব্য অধিদপ্তর-খ এর পরিদর্শক আসলাম আলী মন্ডল বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন