ব্রিজ নয়, যেন মরণ ফাঁদ
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কালিরহাট থেকে নবাবগঞ্জ সড়কে চামুন্ডা নামক স্থানে একটি ব্রিজ মরণ ফাঁদে পরিণত হয়েছে।
ব্রিজটির মাঝখানে অর্ধেকটা ভেঙে গেছে। ভাঙা জায়গায় স্থানীয়রা লাল চিহ্ন দিয়ে রেখেছে। ব্রিজটির এক পাশদিয়ে রিকশাভ্যান চলাচল করতে পারলেও ব্যস্ততম ওই সড়কে ব্রিজটির ওপর দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না।
আরও পড়ুনউপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক জানান, বিষয়টি তিনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করেছেন। উপজেলা প্রকৌশলী হোসেন আলী জানান, বিষয়টি তার জানা নাই। পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন