ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

চলতি বছরের মাঝামাঝি সময়েই জাতীয় নির্বাচন সম্ভব : মির্জা ফখরুল

চলতি বছরের মাঝামাঝি সময়েই জাতীয় নির্বাচন সম্ভব : মির্জা ফখরুল, ছবি: মির্জা সম্রাট রেজা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের মাঝামাঝি সময়েই জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব।আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তা আসে কোথা থেকে? তাছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সংসদ নির্বাচন তো একসঙ্গে করতে পারবেন না বলে ইসি জানিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তড়িঘড়ি করে বিচার করা যাবে না। তাহলে সেটা আবার প্রশ্নবিদ্ধ হবে।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে খসড়াপত্র পেয়েছি। আমরা আলোচনা করছি। আরও করব। সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেব। তারপর কিছু বলা যাবে। বিএনপি’র জন্ম হলো সংস্কারের মধ্য দিয়ে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এটাই তো বড় সংস্কার। সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এটা চলতেই থাকবে। তিনি বলেন, যুগপৎ আন্দোলনের যতগুলো দল আছে সবার সঙ্গে কথা বলেছি, আরও বলব। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপারসন প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া মানসিক ও শারীরিক দিক দিয়ে আগের থেকে বেটার আছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ডিতরা খালাস, ঈশ্বরদীতে আনন্দ র‌্যালি

রমজানে দেশ লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে চক্ষু শিবিরে সেবা পেলেন দুই সহস্র্রাধিক দরিদ্র রোগী

‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ, আটক ২

সার্জারি করে প্রাণ হারালেন মেক্সিকান মডেল

রংপুর জেলার ভূমি অফিসগুলোতে সেবাগ্রহীতারা দুর্ভোগের শিকার