ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে এসিল্যান্ডের হস্তক্ষেপে খুললো বন্ধ ড্রেনের মুখ

জয়পুরহাটের পাঁচবিবিতে এসিল্যান্ডের হস্তক্ষেপে খুললো বন্ধ ড্রেনের মুখ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের ১০/১২টি পরিবারের পানি নিস্কাশনের দীর্ঘদিন বন্ধ থাকা একমাত্র ড্রেনটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেনের হস্তক্ষেপে খুলে দেওয়ায় পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসী জানান, উপজেলার পাড়ইল গ্রামে রাস্তার পাশে ১০/১২টি পরিবারের বাড়ির পানি নিস্কাশনের জন্য স্থানীয় ধরঞ্জী ইউনিয়ন পরিষদের অর্থায়নে রাস্তার পাশে একটি ইউ ড্রেন নির্মাণ করা হয়। ড্রেনটির মুখে পাড়ইল গ্রামের মৃত আফতাব উদ্দিনের বিধবা মেয়ে বুলবুলি (৪০) রাস্তার পাশে পুকুর খননকালে ড্রেনের মুখটি মাটি দিয়ে বন্ধ করে দেন।

এতে ১০/১২টি পরিবারের পানি নিস্কাশনের পথ বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন। এমন অবস্থায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেনকে ঘটনাস্থলে পাঠান। সরেজমিনে গিয়ে, তিনি দীর্ঘ দিনের বন্ধ থাকা ড্রেনের মুখটি পরিস্কার করে পানি নিস্কাশনের পথ উম্মুক্ত করে দেন। এসময় স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ইউপি সদস্য সাথে নিয়ে বন্ধ ড্রেনের মুখটি খুলে দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে ড্রেনটি যাতে বন্ধ না করা হয় সে ব্যাপারে স্থানীয় ইউপি সদস্যকে নজর রাখতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুটির দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন

শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস

ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে ঢাবিতে মশাল মিছিল

বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই

বগুড়ার কাহালুতে একই রাতে আটটি দোকানের ১২ লাখ টাকার মালামাল লুট