নাটোরের বাগাতিপাড়ায় বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় শীত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, টনসিলাইটিস, ব্রঙ্কিওলাইটিস, সাইনোসাইটিস, অ্যাজমা, চর্মরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা রোগে সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীদের ভিড় দেখা যায়। সেখানে চিকিৎসকদের যেন দম ফেলার ফুরসত নেই।
চিকিৎসকরা বলছেন, শীত বাড়ায় কিছুদিন ধরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু মানুষ হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের বেশির ভাগই শিশু ও বয়স্ক। ইমার্জেন্সি বিভাগে প্রতিদিন ১শ’ থেকে দেড়শ’ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা বেশি আক্রান্ত তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পাকা এলাকার চার মাস বয়সী শিশু রিয়াদ ঠান্ডা নিয়ে দু’দিন ধরে হাসপাতালে ভর্তি আছে। তার মা শাকিলা জানান, প্রচণ্ড শীতে তার ছেলে ঠান্ডায় আক্রান্ত হয়েছে। দুইদিন ধরে ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
আরও পড়ুনহাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের পরিবারের সদস্যরা জানান, টানা শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাদের ভর্তি করে চিকিৎসা দিচ্ছে। তবে তাদের বাইরে থেকে কোনো ওষুধপত্র কিনতে হয়নি, হাসপাতালের ওষুধপত্র দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এতে তারা খুশি বলেও জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, টানা শীতে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বেশি আক্রান্তদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আর বাকিদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ আছে। কোনো সমস্যা নেই। শীতে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি। তবে ঠান্ডায় শিশুদের প্রতি বেশি নজর রাখতে হবে। গরম কাপড়-চোপড় দিয়ে রাখতে হবে যেন তাদের ঠান্ডা না লাগে।
মন্তব্য করুন