কক্সবাজার সৈকতে কাউন্সিলরকে হত্যা, সঙ্গী নারীসহ গ্রেপ্তার ৩
কক্সবাজারে সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যায় আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। পুলিশের দাবি, গ্রেপ্তাররা হত্যায় সরাসরি যুক্ত ছিলো।
এর আগে শুক্রবার টিপু হত্যায় জড়িত সন্দেহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে এই হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিন জন সিলেট ও মৌলভীবাজারে আত্মগোপনে ছিল। সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে বুধবার বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুনগত বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) রাতে কক্সবাজার সমুদ্র সৈকত-সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। পরের দিন শুক্রবার নিহতের ভগ্নিপতি ইউনুছ আলী শেখ বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা করেন।
হত্যার দিন সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি হোটেল ওঠেন গোলাম রব্বানী টিপুসহ তিন জন। হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ৩১ মিনিটে এক নারীসহ টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি।
মন্তব্য করুন