ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বৃদ্ধি করেছে ভূরুঙ্গা মাছের ফোয়ারা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বৃদ্ধি করেছে ভূরুঙ্গা মাছের ফোয়ারা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : সৌন্দর্য বিশ্ব সংসারে প্রত্যেকটি মানুষের সাথে কোন না কোনভাবে জড়িত, বাহ্যিকভাবে অথবা অর্ন্তনিহিত রূপে। বাহ্যিক সৌন্দর্যকে আমরা প্রত্যক্ষ দেখতে পাই। তাই আমরা তাকে সুন্দর আখ্যা দিয়ে থাকি। তবে ভিতরকার সৌন্দর্য চিরন্তন চিরস্থায়ী যা দেখা যায় না শুধু অনুভব করা যায়।

মানুষের সৌন্দর্যের এই বোধ সুন্দরের রূপটিকে খুঁজে নেয় অখন্ড নিখিল বিশ্বের পরিপ্রেক্ষিতে। সুন্দরের এই অখন্ড রূপের মধ্যে যে আনন্দ আছে তাকে অন্তরে অনুভব করে ও তার নিরন্তর বিকাশের মাধ্যমেই আমাদের মনের বিকাশ, চিন্তা-চেতনার বিকাশ।

এই অনুভব থেকে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন চত্বরে নেয়া হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। কথিত আছে এক সময় ভূরুঙ্গামারী উপজেলা প্রচুর নদী-নালা খালবিল ছিলো। এসব নদীনালা খালবিলে প্রচুর রুই মাছ পাওয়া যেত। স্থানীয়ভাবে ছোট ছোট রুই মাছ ‘ভূরুঙ্গা’ নামে পরিচিত ছিলো। লোকজন দলবেঁধে মাছ ধরতে যাওয়ার সময় একে অপরকে বলতো ‘চল ভূরুঙ্গা মারতে যাই।’ এই ‘ভূরুঙ্গা’ ও ‘মারা’ থেকে ভূরুঙ্গামারী নামের উৎপত্তি হয়েছে। এই থিমকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে তৈরি করা হয়েছে মাছের ফোয়ারা।

এছাড়া শিশু কিশোরদের বিনোদনের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনিক ক্যাম্পাসের অভ্যন্তরে পার্কটির আধুনিকায়ন করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন বয়সি শিশু কিশোর ও শিক্ষার্থীরা এখানে এসে খেলাধুলা ও বিনোদনের জন্য ভিড় করে। পার্কে ঘুরতে আসা নবম শ্রেণির ছাত্র রুহুল, আমান ও জিয়া জানান, আমাদের বিনোদনের কোন ব্যবস্থা নেই। পার্কে এসে বিনোদন ও খেলাধুলা করি।

আরও পড়ুন

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগের কারনে উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। স্থানীয় লোকজনের বিকেল ও সন্ধ্যা বেলায় ঘোরার একটা জায়গা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, ফোয়ারা নির্মাণ ও পার্কের আধুনিকায়ন ছাড়াও উপজেলা প্রশাসনের সভাকক্ষ, শিল্পকলা একাডেমির স্টুডিওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অফিস কক্ষ আধুনিয়ান করা হয়েছে।

তিনি জানান, প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে এসকল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সময় পেলে আরও সুন্দর ও গোছানো ক্যাম্পাস করা যেত। তিনি বলেন, সৌন্দর্য মানুষের মনকে প্রফুল্ল করে ও কর্মস্পৃহা তৈরি করে। এ ধারণা নিয়েই কাজগুলো করার চেষ্টা করা হয়েছে। আশা করি বিষয়টি সকলের ভালো লাগবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, মানুষ দুর্ভোগে

খালাস পেলেন খালেদা জিয়া

সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড