ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে জবির ১১ রোভার

জবি প্রতিনিধি: বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬ জন রোভার ও ৫ জন গার্ল ইন রোভার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশে বের হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ক্যাম্পাস থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে বুধবার সকাল ৭টায় চট্টগ্রাম কলেজ থেকে পাঁচ দিনব্যাপী এ যাত্রা শুরু হবে। এই উদ্দেশ্য জবি রোভারের সিনিয়র রোভারমেট ও দলনেতা মোস্তাফিজুর রহমান, মো. মেহেদী হাসান ও গার্ল ইন রোভার দলনেতা তাছনীম সরকার প্রান্তীসহ মোট ১১ জন সদস্যের ৩টি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ আব্দুস সালাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নাহরিন জান্নাত হোসাইন।

রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করতে এই পরিভ্রমণ সম্পন্ন করবেন তারা। পাঁচ দিনব্যাপী এই প্রোগ্রামে তারা চট্টগ্রাম, গাছবাড়িয়া, লোহাগারা, চকরিয়া, ঈদগাহ ও কক্সবাজার পায়ে হেঁটে পরিভ্রমণ করবেন। এই সময় তারা সমাজ সচেতনতামূলক স্লোগান বহন করবেন। ১৯ জানুয়ারি কক্সবাজার ডিসি অফিসে এ যাত্রা শেষ হবে। প্রতিদিন তারা একটি নির্দিষ্ট দূরত্ব পাড়ি দিবেন এবং পথের বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কার্যালয় প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন।প্রকৃতি পর্যবেক্ষণ করতে করতে তারা পথ পাড়ি দিবেন।

আরও পড়ুন

এছাড়াও, রোভার স্কাউটরা ১১ জন ১১ টি স্লোগান সম্বলিত উওরীয় পরিধেয় অবস্থায় স্থানীয় বিদ্যালয় ও বাজারে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন। এতে করে স্থানীয় মানুষদের মাঝে শিক্ষার গুরুত্ব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবেন। পরিভ্রমণকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। জবি রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সভাপতি ও জবি উপাচার্য বলেন,রোভার স্কাউট সকলের বন্ধু। তারা নানা কার্যক্রমের মাধ্যমে সমাজ সেবা করে থাকে।তারূ পথযাত্রা শুভ হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, মানুষ দুর্ভোগে

খালাস পেলেন খালেদা জিয়া

সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড