ভিডিও বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বগুড়ার প্রেমিক খুন

সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বগুড়ার প্রেমিক খুন, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্টস শ্রমিক প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার সাবেক প্রেমিকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারী ও হত্যার শিকার দু’জনের বাড়িই বগুড়ায় ।

নিহত সৈকত (১৯) বগুড়া জেলার সারিয়াকান্দি থানার হাওরাখালি চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের এমএইচসি এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করতেন। তিনি একই গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। এ ঘটনায় আটক আপেল মাহমুদ আমিনুর (১৮) বগুড়া জেলার শিবগঞ্জ থানার টেবাগাড়ি গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি বগুড়া থেকে শ্রীপুরে চাকুরির সন্ধানে এসে ভাংনাহাটি গ্রামে রোকেয়া আক্তারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

জানা যায়, প্রেমিকা ও নিহত সৈকত একই কারখানায় চাকরি করতেন। বগুড়া থেকে চাকরির সন্ধানে এসে ওই তরুণীর সঙ্গে ৬/৭ মাস আগে পরিচয় হয়। পরিচয় থেকে আপেল মাহমুদ আমিনুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অপরদিকে, একই কারখানায় চাকরির সুবাদে সৈকতের সঙ্গেও ওই তরুণী প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সৈকতের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি আমিনুর। মঙ্গলবার রাত ৯টার দিকে সৈকত কারখানা থেকে ভাড়া বাড়িতে ফিরছিলেন। এসময় সিআরসি মোড় থেকে মোল্লা বাড়ি সড়কের মির্জা আলী জামে মসজিদের সামনে পৌঁছালে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আমিনুর। পরে স্থানীয়রা সৈকতকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল আমিনুরের। সম্প্রতি আমিনুরের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনে সৈকতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ওই তরুণী। বিষয়টি আমিনুর মেনে নিতে পারেননি। মানসিকভাবে ভেঙে পড়েন এবং সৈকতকে হত্যার সিদ্ধান্ত নেন।’ ওসি আরও জানান, মঙ্গলবার স্থানীয় একটি বাজার থেকে ৩০০ টাকায় ছুরি কিনে সন্ধ্যার পর থেকেই প্রস্তুতি নিতে থাকেন আমিনুর। রাত ৯টার দিকে সৈকত বাসায় ফেরার সময় ওঁৎ পেতে থাকা আমিনুর প্রথমে সৈকতের ঘাড়ে আঘাত করেন। পরে শরীরে একাধিক উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে ভাংনাহাটি এলাকা থেকে আমিনুরকে আটক করে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারিতে বিদায় নিতে যাচ্ছে শীত

পাবনার সুজানগরে পদ্মার কোল শুকিয়ে যাওয়ায় মৎস্যজীবীরা বেকার

রংপুরের বদরগঞ্জে সরিষা চাষের লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি

ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক আয়োজনে মরিয়া ভারত

রংপুরের গঙ্গাচড়ায় র‌্যাবের অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

সর্বোচ্চ এবং  সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় শীতের তীব্রতা বেড়েছে