মানিকগঞ্জে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা
মানিকগঞ্জে দুই সন্তানের জননী লায়লা আরজু (৬২) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে নিহত লায়লার বাড়ি থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকালে বাজারে যান। বাজার থেকে ৯টার দিকে বাড়িতে এসে দেখেন তার স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের মেঝেতে পড়ে রয়েছে। তার ধারণা কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।
হত্যার ঘটনা উদঘাটনের জন্য ঘটনাস্থলে থানা পুলিশসহ ডিবি পুলিশ কাজ করছেন।
আরও পড়ুনএ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেকেন্দারের স্ত্রীকে একাধিক দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
মন্তব্য করুন