ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

বরিশালের গৌরনদীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড–সংলগ্ন নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক রিমু খান (২২) গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের হেদায়েত খানের ছেলে। আর আরোহী শাহজাদা তালুকদার (৬২) কটকস্থল গ্রামের বাসিন্দা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি পণ্যবাহী ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে পণ্য আনলোড করছিল। এ সময় দ্রুতগতির একটি নম্বরবিহীন মোটরসাইকেল এসে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

আরও পড়ুন

রিমু খানকে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত শাহজাদা তালুকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ওসি মো. আমিনুর রহমান বলেন, ‘বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত

রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধের প্রস্তুতি নিচ্ছে টিকটক

মদ্যপ অবস্থায় নারীর সঙ্গে ভিডিও ভাইরাল, রাজৈরে দুই এএসআই ক্লোজড

পাবনার সুজানগরে পরিত্যক্ত জায়গায় পুষ্টিবাগান কৃষকদের দৃষ্টি আকর্ষণ করছে

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ায় ২৭ কোটি টাকার ঋণ খেলাপি ব্যবসায়ী তারিকুল গ্রেপ্তার