ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বগুড়ায় সাবেক এমপি রিপুর জামিন নামুঞ্জুর জামিন হয়নি শফিক-তুফানেরও 

বগুড়ায় সাবেক এমপি রিপুর জামিন নামুঞ্জুর জামিন হয়নি শফিক-তুফানেরও, ছবি : দৈনিক করতোয়া

কোর্ট রিপোর্টার : দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে সময় গত ৪ আগস্ট বগুড়ায় পৃথক স্থানে ছাত্র-জনতার মিছিলে গুলি, পেট্রোল বোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ সেলিম হোসেন এবং রিপন ফকিরকে হত্যা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের পৃথক পাঁচটি মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

সেইসাথে অপর এক বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাবন্দি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক এবং সাবেক শ্রমিকলীগ নেতা আলোচিত তুফান সরকারের জামিনের আবেদনও নামঞ্জুর করা হয়। আজ বুধবার (১৫ জানুয়ারি) বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এসব হাজতি আসামিদের পৃথক মামলায় জামিনের আবেদন শুনানি শেষে নামঞ্জুর করেন।

উল্লেখ্য, দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে সময় গত ৪ আগস্ট শহরের সাতমাথায় আইএফআইসি ব্যাংকের সামনে ছাত্র-জনতার মিছিলে আসামিরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দার সেকেন্দার আলীর ছেলে সেলিম হোসেনকে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে ওই দিন বেলা ১১টার সময় শহরের ২নং রেল ঘুমটির উত্তরে ঝাউতলায় আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিলে ককটেল ও হাত বোমাসহ গুলি চালিয়ে আসামিরা সদরের ছিলিমপুরের মাবিয়া বেগমের স্বামী রিপন ফকিরকে গুরুতর আহত করলে তাকে মুমূর্ষু অবস্থায় রিকশাযোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। সেইসাথে পৃথক পৃথক ঘটনায় ছাত্র-জনতার ওই আন্দোলনে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এতে আন্দোলনকারীরা আহত হলে মামলা দায়ের হয়।

আরও পড়ুন

তাছাড়া সাবেক এমপি রিপুর বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে হত্যার অভিযোগে দায়েরকৃত পাঁচটি মামলা রয়েছে। গত ১৮ ডিসেম্বর রাগেবুল আহসান রিপুকে নেত্রকোনার মোহনগঞ্জ এলাকা থেকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করে।

ওই পাঁচ মামলায়  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ এজাহারে ৫৬৭ জন এবং অজ্ঞাতনামা আরও ১৬৫০ জনকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার ধু-ধু বালুচরে বাহারি ফসল

বগুড়ার ধুনটে কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়েছে বিএসএফ

বগুড়ায় মাদককরবারিরা অপ্রতিরোধ্য ঝরে পড়ছে শিক্ষার্থীরা, কিশোর ও যুবা

তিন যুগেও পূর্ণাঙ্গ হয়নি বগুড়ার কাহালু বেতারের সম্প্রচার কেন্দ্র

বগুড়ায় পলিথিনের ব্যবহার রোধে অভিযান