ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় শিক্ষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় শিক্ষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় আবু আব্বাছ ডিগ্রী কলেজের কৃষিবিজ্ঞান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক দিলীপ কুমার রায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের আবু আব্বাছ কলেজের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল কবীর সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুল রশিদ, শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম ফারুক, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নূরে আলম ফকির, দর্শন বিভাগের প্রভাষক মাজেদুল আলম, শিক্ষার্থী জিসান প্রমুখ।

আরও পড়ুন

বক্তারা বলেন, শিক্ষক দিলীপ কুমার রায় মতো শান্ত ও নির্ঝঞ্ঝাট মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে পারে, এটা আমাদের কল্পনার বাইরে। এই মানুষটির অস্বাভাবিক মৃত্যু আমাদেরকে হতবাক করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা।

গত ১০ জানুয়ারি নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় শিক্ষক দিলীপ কুমার রায় নিজের খালি বাসায় নির্মম ও নৃশংসভাবে হত্যার শিকার হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নিভা রায় গত ১২ জানুয়ারি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গত সোমবার সন্দেহজনক আসামি হিসেবে রুক্কু চৌহান (২২) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে ৭ দিনের রিমান্ডে পাঠানোর জন্য আদালতে আবেদন করা হয় এবং আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়েছে বিএসএফ

বগুড়ায় মাদককরবারিরা অপ্রতিরোধ্য ঝরে পড়ছে শিক্ষার্থীরা, কিশোর ও যুবা

তিন যুগেও পূর্ণাঙ্গ হয়নি বগুড়ার কাহালু বেতারের সম্প্রচার কেন্দ্র

বগুড়ায় পলিথিনের ব্যবহার রোধে অভিযান

পাবনার চাটমোহরে সড়কে সরকারি গাছ কাটার হিড়িক