বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া তাল্লা উত্তরপাড়া গ্রামে তুচ্ছ ঘটনায় স্বামীর ওপর অভিমান করে মুনিরা খাতুন (২৩) নামে এক গৃহবধূ গতকাল মঙ্গলবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার তালোড়া তাল্লা উত্তরপাড়া গ্রামের আল আমিন ওরফে বিদ্যুৎ সাথে প্রায় আট বছর আগে পাশের কাহালু উপজেলার গুন্দিশ্বর গ্রামের তফসের আলীর মেয়ে মুনিরা খাতুনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।
তাদের ঘরে দুটি ছেলে রয়েছে। ঘটনার দিন গতকাল মঙ্গলবার দুপুরে আল আমিন বাড়িতে মোবাইল ফোন রেখে জমিতে কাজ করতে যান। মোবাইলটি তার ছেলে খেলার জন্য বাড়ির বাহিরে নিয়ে গিয়ে রাস্তার পাশে ফেলে রেখে আসে। এ নিয়ে স্বামীর-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
আরও পড়ুনএই ঘটনার জের ধরে ওই দিন বিকেলে সবার অগোচরে চিরকুটে তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী লিখে নিজ শয়ন ঘরের ফ্যানের সাথে ওড়না বেঁধে ফাঁস দেয়। গৃহবধূর বড় ছেলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির সদস্যরা মুনিরা খাতুনকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তার বাবা তফসের আলী বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন