পাবনার চাটমোহরে সড়কে সরকারি গাছ কাটার হিড়িক
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তেনাপীরতলা থেকে ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী অভিমুখে এলজিইডি’র একটি সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। এই সড়কের দু’পাশে থাকা সরকারি গাছ কাটার হিড়িক পড়েছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা দেদারছে মেহগনি, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে সাবাড় করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের মথুরাপুর, বাহাদুরপুর, শাহজাহান মোড়, আনকুটিয়াসহ অন্যান্য এলাকায় অসংখ্য ছোটবড় গাছ কেটে নেওয়া হয়েছে। বেশ কিছু গাছ কাটা চলছে। এলাকার লোকজন জানান, সড়ক প্রশস্ত হচ্ছে তাই তারা নিজেদের বাড়ির সামনের গাছগুলো কেটে নিচ্ছেন। এগুলো সড়কের মধ্যেই পড়বে বলে তারা জানান।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, আমরা সড়ক প্রশস্ত করছি। এজন্য সড়কের দু’পাশের গাছের বিষয়ে বন বিভাগকে বলা হয়েছে। তারা পরিমাপ করে গাছগুলো চিহ্নিত করে নিলামে বিক্রি করবেন। আমরা তো কোন গাছ কাটছি না বা কাউকে গাছ কাটার কথা বলাও হয়নি।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি এখনই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করছি।
মন্তব্য করুন