ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

এফএম সম্প্রচার জরুরি

তিন যুগেও পূর্ণাঙ্গ হয়নি বগুড়ার কাহালু বেতারের সম্প্রচার কেন্দ্র

তিন যুগেও পূর্ণাঙ্গ হয়নি বগুড়ার কাহালু বেতারের সম্প্রচার কেন্দ্র

রাহাত রিটু : প্রায় তিন যুগ আগে ১৯৮৮ সালে বগুড়ার কাহালু উপজেলার ঢাকা-নওগা মহাসড়কের পাশে দরগাহাটে ২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ বেতারের এএম (অ্যামপ্লিটিউড মড্যুলেশন) সম্প্রচার কেন্দ্র  আজও  পূর্ণাঙ্গ বেতার কেন্দ্রে পরিণত হয়নি। স্টেশনটিকে পূর্ণাঙ্গ রেডিও স্টেশনে পরিণত করা এখন শিল্পমনা বগুড়াবাসীর প্রাণের দাবি। কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্রে পরিণত করা হলে এই অঞ্চলের শিল্প, সাহিত্য, সংস্কৃতি আরও একধাপ এগিয়ে যাবে।

বাংলাদেশ বেতারের উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র-৫, ভৌগলিকভাবে বগুড়া জেলা বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের আওতাধীন। এ অঞ্চলের শিল্পী-কলাকুশলীবৃন্দ বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রে অনুষ্ঠান তৈরিতে অংশগ্রহণ করেন কিন্তু দূরত্ব কভারেজ এরিয়ার মধ্যে না থাকায় এতদঅঞ্চলের শ্রোতারা সে অনুষ্ঠান শুনতে পান না।

অপরদিকে বাংলাদেশ বেতার বগুড়া কেন্দ্রটি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান রিলে করায় এবং বাংলাদেশ বেতার বগুড়া নামে ঘোষণা প্রচারিত না হওয়ায় এতদঅঞ্চলের শ্রোতা রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান শোনেন যা এ কেন্দ্রেরই রিলে অনুষ্ঠান। বাংলাদেশ বেতার কাহালু সম্প্রচার কেন্দ্রের স্টেশন প্রকৌশলী তারেক বিন এমদাদ করতোয়া’কে জানান, ২০০৮ সালে স্থাপিত একটি মডুলার সিস্টেম ক্রোশিয়ান মধ্যম তরঙ্গের RIZ OR 100 কিলোওয়াট ট্রান্সমিটার, ৪০০ ফুট উঁচু গাইওয়্যার সাপোর্টেড এ্যান্টিনা মাস্ট দিয়ে এই কেন্দ্র থেকে সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত মোট ১৫ ঘন্টা ১০ মিনিট অনুষ্ঠান রিলে করা হয়।

আরও পড়ুন

এ কেন্দ্রের অনুষ্ঠান বাংলাদেশ বেতার রাজশাহীর প্রচার ভবন থেকে বিটিসিএল রাজশাহী হয়ে অপটিক্যাল ফাইবার দিয়ে নাটোর হয়ে বগুড়াস্থ বনানী বিটিসিএলে পৌঁছায়। এরপর বনানী বিটিসিএল থেকে এসটিএল (স্টুডিও ট্রান্সমিটার লিংক) এর মাধ্যমে কাহালু কেন্দ্রে অনুষ্ঠান রিসিভ করে রিলে করা হয়।

রেডিও বিশেজ্ঞদের মতে শ্রোতাদের কাছে বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ায় এফএম (ফ্রিকোয়েন্সি মড্যুলেশন) সম্প্রচার জনপ্রিয়তা অর্জন করেছে। গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়া জেলাসহ এতদঅঞ্চলে এফএম (ফ্রিকোয়েন্সি মড্যুলেশন) সম্প্রচারের ব্যবস্থা না থাকায় বাংলাদেশ বেতারের শ্রোতারা আধুনিক এ সম্প্রচার ব্যবস্থা থেকে বঞ্চিত। বগুড়া কেন্দ্রে একটি উচ্চ ক্ষমতা বিশিষ্ট এফএম (ফ্রিকোয়েন্সি মড্যুলেশন) ট্রান্সমিটার স্থাপন করে পূর্ণাঙ্গ বেতারকেন্দ্র স্থাপন করা এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিতিকন্যা লামিয়ার গাড়ি ও পা ভেঙে দিয়েছে দুবৃত্তরা

নওগাঁর রাণীনগরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার

৩০ বছর পর বইমেলায় আরফানের বই ‘আমার একটু কথা ছিলো’

নামাজি সমাজ বানাতে পারলে অপরাধ প্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে-- ধর্ম উপদেষ্টা

শুভ জন্মদিন ফারহানা মিলি