ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

শীতে ঠোঁটের যত্নে মেনে চলুন ৩ নিয়ম

শীতে ঠোঁটের যত্নে মেনে চলুন ৩ নিয়ম

লাইফস্টাইল ডেস্ক  : শীতে ঠোঁট ফেটে চৌচির হয়ে যায়। কোমলতা উধাও হয়ে ঠোঁট জুড়ে শুধুই শুষ্কতা। লিপস্টিকের চড়া রংও সেই শুষ্কতা ঢেকে ফেলকে পারে না। সেই সঙ্গে ঠোঁট জুড়ে তীব্র অস্বস্তি তো হতেই থাকে।  শীতে পেট্রোলিয়াম জেলি অথবা লিপবাম কিংবা লিপস্টকের ব্যবহার ঠোঁটের যত্নের শেষকথা নয়, নিতে হবে বাড়তি যত্ন।  ঠোঁটের মসৃণতা বজায় রাখতে কোন নিয়মগুলি মেনে চলবেন?

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ঠোঁট ফাটতে শুরু করলে দ্রুত এর কার্যকরী সমাধান করা প্রয়োজন।

চলুন জেনে নিই লিপ বামের পাশাপাশি আর কী করবেন।

 

শরীরের চামড়ার তুলনায় ঠোঁট বেশি ফাটে, কারণ এটি মূলত চামড়ার উপরিভাগের খুব পাতলা স্তর। তাই শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হলে শরীর থেকে জলীয় অংশ কমে যায় এবং চামড়ার এই স্তরটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।

১. শীতের ঠান্ডা মৌসুমে পানি খাওয়ার পরিমাণ কমে যায়।

তাই শরীরে ডিহাইড্রেশনের সমস্যার কারণেও শীতে ত্বকের পাশাপাশি শুষ্ক হয়ে ওঠে ঠোঁট। অনেক সময় ত্বক বেশি শুষ্ক হলে ঠোঁট ফেটে রক্তও ঝরে। তাই পানি পান করতে হবে। 

 

আরও পড়ুন

২. মাঝে মাঝেই জিব দিয়ে ঠোঁট বুলিয়ে নিতে ইচ্ছা করে।

কিন্তু ঘন ঘন এই অভ্যাস ঠোঁটের জন্য একেবারেই ভাল নয়। এতে স্যালাইভা শুকিয়ে যায় এবং ঠোঁট আরো শুষ্ক হয়ে ফেটে যায়। অনেক সময় রক্তপাতও হয়। তাই এ কাজ করা থেকে বিরত থাকুন। 

 

৩. শীতে ঠোঁটের কোমলতা বজায় রাখতে লিপমাস্ক ব্যবহার করা জরুরি।

রাতে শোয়ার আগে লিপমাস্ক ব্যবহার করুন। তাতে ঠোঁটের মসৃণতা বজায় থাকবে। ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে ব্যবহার করতে পারেন গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ