ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

দুপুরে উপজেলার হরিণখোলা মনতলা সড়কে সিএনজি যাত্রী আ. মান্নান আবু মিয়ার (৭০) বুকে বাঁশ ঢুকে তার করুণ মৃত্যু হয়েছে।তিনি হরিণখোলা গ্রামের মনতাজ মিয়ার ছেলে।

এছাড়া মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় আরফান মিয়া (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান আমতলিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরফান উপজেলার বহরা ইউনিয়নের ভাবানীপুর গ্রামের রহিম বাদশার ছেলে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী আরফান মিয়াসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে সাতছড়ি বনে ঘুরতে যান। বিকেলে ফেরার পথে সুরমা চা বাগান আমতলি এলাকায় পৌঁছালে চুনারুঘাট অভিমুখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দিলে আরফান মিয়া ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা দুই আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয় প্রত্যাবর্তনে ৯ গোলের ম্যাচে বার্সার জয়

খালেদা জিয়ার সার্বিক  চিকিৎসার সর্বশেষ যা জানা গেলো 

কারওয়ান বাজার থেকে আন্দোলনকারীদের উঠিয়ে দিলো পুলিশ

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি

বোমা হামলার হুমকি পাওয়া বিমানে চলছে তল্লাশি

‘শব্দদূষণ ও বায়ুদূষণে আমরা এক নম্বর’