ছাদ ভেঙে মাথায় পড়লো অর্জুন কাপুরের
বিনোদন ডেস্ক : সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই জানা গেল, স্যুটিং স্পটে ছাদ ভেঙে পড়েছে অভিনেতা অর্জুন কাপুরের ওপর। ফলে অল্পের জন্য বেঁচে যান অর্জুন ও তার সহকর্মীরা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্যে শুট করছিলেন অর্জুন ও ভূমি পেডনেকর। তখনই ভেঙে পড়ে ছাদের সিলিং। এ ঘটনায় অর্জুন ছাড়াও জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি ও পরিচালক মুদাসসির আজিজ। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে বাড়িতে শুটিং হচ্ছিল সেটি বেশ পুরনো এবং ভগ্নপ্রায়। বেশ কিছু দিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে সম্ভবত নড়বড়ে বাড়িটি আরও নড়বড়ে হয়ে পড়ে। যার জেরে এই বিপত্তি।
তিনি আরও জানিয়েছেন, অর্জুন, ছবির পরিচালক, প্রযোজকের পাশাপাশি ছবির বাকি কলাকুশলীরাও অল্পবিস্তর জখম হয়েছেন। যেমন, অশোক নিজে কনুই ও মাথায় চোট পেয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে গেছে। সহ-চিত্রগ্রাহক মেরুদণ্ডে চোট পেয়েছেন। তবে কারও চোট গুরুতর নয়, এ কথাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
মন্তব্য করুন