ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

সংসদ সদস্যকে বিয়ের গুঞ্জন রিংকু সিংয়ের!

সংসদ সদস্যকে বিয়ের গুঞ্জন রিংকু সিংয়ের!, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার রিংকু সিং বাগদান সেরেছেন। গুঞ্জন উঠেছে এরই মধ্যে নাকি বিয়েও সেরেছেন কলকাতা নাইট রাইডার্স তারকা। পাত্রী ভারতের সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সারোজ। তাদের বাগদানের গুঞ্জন রাজনীতি এবং ক্রিকেট পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পেতে শুরু করেছেন দুজনই। অনেকেই শুভকামনাও জানিয়েছেন তাদের। কিন্তু ঘটনার নতুন মোড় নিয়েছে প্রিয়ার বাবা তুফানি সারোজের মন্তব্যে। তিনি বাগদান সংক্রান্ত রিপোর্টগুলোকে মিথ্যে বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, বিয়ে হয়নি! তবে রিংকু-প্রিয়ার সম্পর্ককে উড়িয়েও দেননি তুফানি। জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে, তবে এখনও কোনো বাগদান হয়নি। তুফানি সারোজ নিজেও একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং কেরাকাটের এমএলএ। ভারতের একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন ‘প্রিয়া থিরুভানান্থপুরামে কাজের জন্য আছে। রিংকু সিংয়ের সঙ্গে তার বাগদানের খবর পুরোপুরি মিথ্যা। দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে, কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি।’

বিয়ের প্রস্তাবটা নাকি এসেছে রিংকুর পরিবারের কাছ থেকেই। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রিংকুর পরিবারের দিক থেকে প্রস্তাব গেছে প্রিয়ার বোনের স্বামীর কাছে। প্রিয়ার দুলাভাই আলীগড়ের প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রিয়া বা রিংকু। প্রিয়ার বাড়ি উত্তর প্রদেশের বারানসিতে, রিংকুর আলীগড়ে। 

আরও পড়ুন

২৭ বছর বয়সী রিংকু সিং ভারতের ক্রিকেট জগতে পরিচিত নাম। আইপিএলে খেলেন লকাতা নাইট রাইডার্সের হয়ে। তার ফিনিশিং স্কিলের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। অন্যদিকে, ২৬ বছর বয়সী প্রিয়া সারোজ উত্তর প্রদেশের মছলিশহর সংসদীয় আসন থেকে সাংসদ। একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা প্রিয়া এক সময় বিচারক হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তার ক্যারিয়ার একটি নতুন মোড় নেয় গত নির্বাচনে বিজেপি প্রার্থী ভোলানাথ সরোজকে ৩৫ হাজার ভোটে হারিয়ে সংসদ সদস্য হওয়ার পর। বর্তমানে তিনি লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ সংসদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে অশ্লীলতার প্রতিবাদ করায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

মরণঘাতী বায়ু দূষণ

মায়ের বিরুদ্ধে নবজাতককে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুরে মাদ্রাসায় নাইট গার্ডকে বেঁধে রেখে চুরি

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস

দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান