ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

বগুড়ার ধুনটে অশ্লীলতার প্রতিবাদ করায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

বগুড়ার ধুনটে অশ্লীলতার প্রতিবাদ করায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় জেসমিন খাতুন (৩০) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জেসমিন খাতুন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের রনজু মিয়ার স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিথুলিয়া গ্রামের রনজু মিয়ার সাথে প্রতিবেশী কাদেরের ছেলে নায়েব আলীর জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। পূর্ববিরোধের জের ধরে রনজু মিয়া ও তার পরিবারের লোকজনকে নায়েব আলী বিভিন্নভাবে হয়রানী করে আসছে। এ অবস্থায় গত ১৬ জানুয়ারি দুপুরে রনজু মিয়ার স্ত্রী জেসমিন বাড়ি থেকে ফসলের মাঠের দিকে যাচ্ছিলেন।

এসময় নায়েব আলী পূর্ব পরিকল্পনা অনুযায়ী গৃহবধূ জেসমিনের প্রতি অশ্লীলতা প্রকাশের পাশাপাশি গালিগালাজ করতে থাকেন। এসময় প্রতিবাদ করায় নায়েব আলী ক্ষুব্ধ হয়ে জেসমিনকে পিটিয়ে আহত করেন। স্বজনরা আহত জেসমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রজনু মিয়া বাদি হয়ে নায়েব আলীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

ধুনট থানার এএসআই মামুনর রশিদ বলেন, আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সরেজমিন এ অভিযোগের তদন্ত করে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ