ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

গুড় দুধের পাটিসাপটা তৈরির রেসিপি

গুড় দুধের পাটিসাপটা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : শীত এলেই ধুম পড়ে যায় বাড়িতে বাড়িতে নানা রকম পিঠা তৈরির। পাটিসাপটা, পুলি পিঠা, দুধপুলি, চিতই বা ভাপা পিঠা সবই খেয়েছেন নিশ্চয়। এবার বানাতে পারেন একটু অন্যরকম স্বাদের পিঠা। রইল রেসিপি।

উপকরণ: চালের গুঁড়া ৩/৪ কাপ, সুজি ১/২ কাপ, লবণ ১/৪ চা-চামচ, মিহি চিনি ১/২ কাপ, দুধ আড়াই কাপ, ক্ষীর সন্দেশ পরিমাণমতো, ভাজার জন্য ঘি বা তেল, পানি ১/৪ কাপ, দুধ ১/২ লিটার এবং পাটালি গুড় ১০০ গ্রাম।

 

 

প্রণালী: একটি পাত্রে চালের গুঁড়া, সুজি, লবণ এবং চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটিতে অল্প অল্প করে দুধ দিয়ে ফেটাতে থাকুন। যতক্ষণ না একটি ঘন ব্যাটার তৈরি হচ্ছে। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিন।

আরও পড়ুন

এবার ফ্রাইংপ্যানে কিছুটা পানি দিন, তারপর দুধ নিয়ে হালকা করে জ্বাল দিতে থাকুন। মিনিট দশেক রাখার পর তাতে পাটালি গুড় দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়তে থাকলে পাটালি গুড় সম্পূর্ণভাবে দুধে মিশে যাবে। তারপর দুধ আবার লো ফ্লেমে ফুটিয়ে ঘন করে নিন।

 

এবার ফ্রাইংপ্যানে ঘি কিংবা তেল ব্রাশ করে নিন। অল্প ব্যাটার নিয়ে প্যানের উপর গোল করে ছড়িয়ে দিন। গোল সাপটা অল্প কাঁচা থাকতেই তার উপর ক্ষীর দিয়ে দিন। তারপর পাটিসাপটার মতো করে ভাজ করে নিন। সবকটি তৈরি হয়ে গেলে একে একে সাবধানে গুড় মেশানো ঘন দুধে দিয়ে আবার জ্বাল নিন। ব্যস তৈরি মজার গুড় দুধের পাটিসাপটা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ