বরিশালে কলেজছাত্রীর আত্মহত্যা
বরিশাল সরকারী বিএম কলেজের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে উজিরপুর উপজেলার পশ্চিম ওটরা গ্রামের বাড়ীতে আত্মহত্যা করে।
ওই ছাত্রী হলো মারিয়া ইসলাম। সে পশ্চিম ওটরা গ্রামের ফারুক হোসেনের কন্যা। বিএম কলেজের ইংরেজী বিষয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীর বাবা ফারুক হোসেন জানান, ঘরে মোবাইল ফোনে কথা বলতে দেখে বের হন তিনি। কিছু সময় পর ফিরে এসে দেখতে পান কন্যার কক্ষের দরজা বন্ধ। ডাক দিয়ে সাড়া না পেয়ে টিনের বেড়া কেটে কক্ষে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় পেয়েছেন। তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন