ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

ইয়াশ-তিশার ‘এভাবেও পাশে থাকা যায়’

ইয়াশ-তিশার ‘এভাবেও পাশে থাকা যায়’

অভি মঈনুদ্দীন ঃ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান ও নন্দিত অভিনেত্রী তাসনুভা তিশা আগামী রোজার ঈদে প্রচারের জন্য এরইমধ্যে একটি নাটকে কাজ করেছেন। নাটকের নাম ‘এভাবেও পাশে থাকা যায়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। এরইমধ্যে নাটকটির শুটিং-এর কাজ সম্পন্ন হয়েছে।

ইয়াশ ও তিশা প্রথম একসঙ্গে অভিনয় করেন মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। এরপর তারা দুজন প্রীতি দত্তের পরিচালনায় দুটি নাটকের অভিনয় করেন। মাঝে প্রায় তিন বছরের বিরতি ছিলো তাদের একসঙ্গে কাজ করার। প্রায় তিন বছর পর তারা দুজন ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকে অভিনয় করলেন।

নাটকটি প্রসঙ্গে পথিক সাধন জানান, সাম্প্রতিক সময়ে দেখা যায় যে ছেলে মেয়ের মধ্যে রিলেশন ব্রেকআপ হওয়ার পরে কেউ কারো সঙ্গে দেখা করেনা, কথা বলেনা। দুজনের উপলদ্ধি এমন হয় যে তারা নিজেদের জীবন নষ্ট করেছে। কিন্তু এমনটা হওয়া উচিত নয়। এমনই একটি গল্প নিয়ে এগিয়ে গেছে ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকটি। আগামী ঈদে জি-সিরিজে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে, জানালেন তিশা।

ইয়াশ রোহান বলেন,‘ আমি জানিনা এটা দর্শক কীভাবে নেবেন, কারণ এটা গতানুগতিক লাভ স্টোরির নাটক নয়। কিন্তু আমি আশাবাদী নাটকটি নিয়ে।’

আরও পড়ুন

তাসনুভা তিশা বলেন,‘ এই নাটকের গল্পটা আসলে মন থেকে উপলদ্ধি করার একটা গল্প। একজন অভিনেত্রী হিসেবে আমি বহু নাটকে অভিনয় করেছি। কিন্তু এভাবেও পাশে থাকা যায় একেবারে মনের গভীর থেকে অনুভব করে তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করতে হয়েছে। আমি আমার চরিত্রটির প্রতি ভীষণ মনোযোগী ছিলাম। কারণ যে চরিত্রটিতে আমি অভিনয় করেছি, তাতে বেশ সিরিয়াস হয়েই অভিনয় করতে হয়েছে। অনুরূপভাবে ইয়াশের ক্ষেত্রেও ঠিক তাই। ইয়াশ ভালো মনের একজন মানুষ এবং নিঃসেন্দেহে খুউব ভালো একজন অভিনেতা। বেশ কোঅপারেটিভ। কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভীষণ ভালোলাগবে এই নাটকটি।’

এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে তিশা অভিনীত সকাল আহমেদ পরিচালিত ‘বিন্দাস’, তৌহিদ হক পরিচালিত ‘তোমারি জন্য’ নাটক দুটি। ইউটিউবে ইয়াশের সর্বশেষ প্রকাশিত নাটক ইমরাউল রাফাতের ‘হৃদয়ের রঙ’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ