ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

শায়েস্তাগঞ্জে ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

শায়েস্তাগঞ্জে ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জে দুই বোনকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৭ জানুয়ারি রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেফতার ব্যক্তি হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে ঘটনার দায় স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে।

অভিযুক্ত পারভেজ ওই জেলার উবাহাটা গ্রামের মানিক মিয়ার ছেলে। অপরদিকে ভুক্তভোগী দুই নারী নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা সম্পর্কে একে অপরের আপন চাচাতো বোন।
এর আগে গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে এ ঘটনার পর স্থানীয়দের কাছে বিচার চেয়ে পাননি ভুক্তভোগীরা। পরে বাধ্য হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। নির্যাতনের শিকার  দুই বোনকে পুলিশ শনিবার বিকেলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নেন। সেখানে তারা ২২ ধারায় জবানবন্দী দেন। পরে তাদের মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম  জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে গ্রেফতার করেছি এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয় প্রত্যাবর্তনে ৯ গোলের ম্যাচে বার্সার জয়

খালেদা জিয়ার সার্বিক  চিকিৎসার সর্বশেষ যা জানা গেলো 

কারওয়ান বাজার থেকে আন্দোলনকারীদের উঠিয়ে দিলো পুলিশ

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি

বোমা হামলার হুমকি পাওয়া বিমানে চলছে তল্লাশি

‘শব্দদূষণ ও বায়ুদূষণে আমরা এক নম্বর’