নববর্ষ ২০২৫ এর প্রত্যাশা
শুভ নববর্ষ ২০২৫ইং বয়ে আনুক সুন্দর জীবন, আনন্দময় উজ্জল ভবিষৎ। প্রত্যেকের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক আরও অনেক কিছুর প্রত্যাশা। আসলে কি আমরা সবই পাবো? তবুও মহান আল্লাহতালার দরবারে অনেক কিছু চাওয়া পাওয়ার আবেদন। প্রথমেই আমরা সুন্দর ও ভাল থাকবো বলে আশা রাখি। মিথ্যা কথা বলবো না, অন্যায় কাজ করবো না, নিজের সুবিধা আদায়ের জন্য ঘুস দিব না এবং ঘুস গ্রহণ করবো না। যারা চাকুরি করেন তারা সরকারের নিকট হতে বেতন ভাতা বা পারিশ্রমিক কিছুত পেয়ে থাকেন? তার উপর মিথ্যাবলে অন্যায়ভাবে ঘুস বা উৎকোচ গ্রহণ করবো কেন? চুরি করা আর ঘুস গ্রহণ করা একই কাজ। ঘুস গ্রহণ না করে পরিশ্রম করে, কষ্ট করে হালাল পথেও কিছু রোজগার করা সম্ভব। তা হলে তো আর চোর বলতে পারবে না। অন্যায়ভাবে অসৎ উপায়ে রোজগার করে অর্থসম্পদ উর্পাজন করে মারা গেলে সব তো রেখে যেতে হবে। শুধু অন্যায়-অপরাধের বোঝা মাথায় নিয়ে কবরে জবাবদিহি করতে হবে। সরকার বেতন ভাতা দেয়ার পর যদি অন্যায়ভাবে টাকা উপার্জন করেন, এই হারাম টাকা খাওয়ার ফলে সন্তানাদি পাগল বা বিকলাঙ্গও হতে পারে। এই অন্যায় বা ঘুস ছেড়ে দিয়ে সৎভাবে উপার্জন করে কি বাঁচা যায় না? এই অন্যায়ের ফলে নিজে নষ্ট হচ্ছি, সমাজকেও নষ্ট করে ফেলছি। এতে সমাজের বা রাষ্ট্রের নাগরিকগণ কষ্ট পাচ্ছে। ইচ্ছা করলে এ পথ ছেড়ে এসে সৎভাবে সুন্দর জীবনযাপন করা সম্ভব। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুস-দুর্নীতি ভরে গেছে। চোরে নাহি শুনে ধর্মের কাহিনী। তহ্শিল বা ভূমি অফিসের কথাই বলি জমির খাজনা খারিজ করতে গেলে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ঘুস দিতে হয়। শুধু একটি অফিসের কথাই বললাম। এ রকম আরও অনেক অফিস আছে। নতুন বৎসরে আমরা প্রতিজ্ঞা করি এখন হতে আর এসব করবো না। আমরা সকলেই ভালো হয়ে যাব। ভালো হতে পয়সা লাগে না। জীবনের এক ব্যতিক্রম অভিজ্ঞতা, এক দিন বগুড়া হতে এস. আর গাড়িতে ঢাকা যাচ্ছিলাম। রাত প্রায় ১২টা বাজে কল্যাণপুর নেমে নিজেকে একটু নিরাপদে পৌছানোর জন্য একটা টেক্সিক্যাব খুজতে ছিলাম। এমন সময় এক সুন্দর ট্রেক্সিক্যাপ এসে থামলো, চালক সুন্দর বেশভূষাসম্পন্ন একজন অফিসারের মত, গাড়িতে বসে, জিজ্ঞেস করলাম আপনি কি গাড়ির ড্রাইভার? উত্তরে বললেন না। আমি এল জি ইডির একজন সাব-এসিসটেন্ট ইঞ্জিনিয়ার। আমি অফিসের কোন অন্যায় টাকা পয়সা খাই না। তাই ফজরের নামাজ পড়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা নিজে গাড়ি চালাই তারপর অফিসে যাই। আর এই আয় দিয়ে আমার সকালের বাজার খরচ হয়ে যায়। দিনে গাড়িটা ভাড়ায় চালিত, সেই টাকা দিয়ে গাড়ির কিস্তি পরিশোধ করি। আর দুই তিনটা কিস্তি অবশিষ্ট আছে। অনেক সময় আমি মাগরিব বা এশার নামাজ পড়ে বের হই তা দিয়ে আমার ছেলে-মেয়ের লেখা পড়ার খরচ হয়ে যায়। কিন্তু একটা সমস্যা আমার ছেলে-মেয়েকে অনেকে ড্রাইভারের ছেলে-মেয়ে বলবে। তাতে কিছু আসে যায় না। এটা শুনে মন থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানালাম। এর পর থেকে আমার মনে ইচ্ছা হতো আমি যদি চাকরির পর রাত্রে এভাবে হালাল উপায়ে রোজগার করতে পারতাম তা হলে সে টাকা দিয়ে দেশের গরীব দুঃখী মানুষের কিঞ্চিত হলেও পাশে দাঁড়াতে পারতাম। কিন্তুু সেভাবে আর হয়ে উঠেনি। রাষ্ট্রের শীর্ষরা যদি সৎ হয়, প্রত্যেক ডিপার্টমেন্ট বা প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধান যদি সৎ হয় তাহলে ঘুস -দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে ঘুস দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে চিহ্নিত করে এবং মাদক ব্যবসার সাথে জড়িত লোকজনকে কঠিন শাস্তির আওতায় আনা প্রয়োজন। প্রয়োজনে স্পেশাল ট্রাইবুন্যাল এর মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। যাতে তাড়াতাড়ি জামিন নিয়ে এসে পুনরায় পূর্বের কাজে লিপ্ত হতে না পারে। একসময় আমি আমার অধিনস্ত কর্মচারীদের বলেছিলাম, অফিসের কাজের জন্য কাউকেও কোন টাকা পয়সা দিবে না। কাজ না হলে সরাসরি আমাকে বলবে। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিব। বাস্তবেও আমি তাই করেছি। আসুন আমরা সবাই অন্যায় ‘ঘুস’ দুর্নীতি পরিহার করে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হওয়া বিশেষ প্রয়োজন। আবার লিখেছি A pen is a mighter than a sword একটি কলম একটি ধারালো তরবারির চেয়েও শক্তিশালী। আধুনিক মালয়েশিয়ার কারিগর বা স্থপতি মাহাথীর মোহাম্মাদ এর মত আমাদের সুন্দর বাংলাদেশকে আরও সমৃদ্ধও উন্নত দেশ গড়তে সকলে একহয়ে কাজ করি- এই আহবানে শুভ নববর্ষ ২০২৫ এর সুন্দর প্রত্যাশা।
মোঃ আবুল কাসেম
লেখক : অবসর প্রাপ্ত সহকারী পরিচালক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
01712-816524
মন্তব্য করুন