ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার শেরপুরের ব্যবসায়ী হায়দার আলীর এক বছরের জেল, ৩ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকা অর্থদন্ড

বগুড়ার শেরপুরের ব্যবসায়ী হায়দার আলীর এক বছরের জেল, ৩ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকা অর্থদন্ড। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : ইসলামী ব্যাংক লিমিটেড শেরপুর হইওয়ে শাখা থেকে গ্রহণকৃত ঋণের টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক প্রত্যাখানের মামলার রায়ে ঋণ গ্রহীতা মেসার্স রোজ এন্টারপ্রইজের প্রোপ্রাইটর হায়দার আলীকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ৩ কোটি ২৭ লাখ ৯০ হাজার ৩শ’ টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি বগুড়ার শেরপুর পৌর এলাকার স্যানাল পাড়ার মৃত আমির উদ্দিন মন্ডলের ছেলে। বগুড়ার ১ম যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শাহ্নাজ পারভীন এই মামলার রায় দেন।

উল্লেখ্য, সাজাপ্রাপ্ত আসামি হায়দার আলী তার ব্যবসা পরিচালনার জন্য ইসলামী ব্যাংক বগুড়ার হাইওয়ে শাখা থেকে ব্যাংক ঋণ গ্রহণ করেন। ঋণের ৩ কোটি ২৭ লাখ ৯০ হাজার ৩০০ টাকা পরিশোধ করার জন্য তার নামীয় ব্যাংক হিসেবের ওই পরিমাণ টাকা মূল্যমানের একটি ব্যাংক চেক প্রদান করেন।

আরও পড়ুন

চেকটি নগদ অর্থায়নের জন্য জমা দিলে ঋণ গ্রহীতা ওই ব্যাংক হিসেবে অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখান হয়। পরে ইসলামী ব্যাংক বগুড়ার হাইওয়ে শাখার পক্ষ থেকে লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও আসামি হায়দার আলী ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় মামলাটি দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ডিতরা খালাস, ঈশ্বরদীতে আনন্দ র‌্যালি

রমজানে দেশ লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে চক্ষু শিবিরে সেবা পেলেন দুই সহস্র্রাধিক দরিদ্র রোগী

‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ, আটক ২

সার্জারি করে প্রাণ হারালেন মেক্সিকান মডেল

রংপুর জেলার ভূমি অফিসগুলোতে সেবাগ্রহীতারা দুর্ভোগের শিকার