ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-চীন সম্পর্ক

আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-চীন সম্পর্ক

চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ভবিষ্যতেও দুই দেশের সম্পর্কে কোনো চিড় ধরবে না, বরং এ সম্পর্ক আরও গভীর হবে।

আজ রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের স‌ঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মূলত পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নি‌য়ে আলোচনা করেন তারা। তিন দিনের সফরে সোমবার (২০ জানুয়ারি) বেইজিং সফরে যাচ্ছেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটা পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফর।

রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর গুরুত্বপূর্ণ। চীন সব সময় বাংলাদেশে বন্ধু হিসেবে ছিল এবং ভবিষ্যতে থাকবে। চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর হবে।

আরও পড়ুন

তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ও‌য়েন বলেন, বাংলাদেশ পক্ষ থেকে থেকে যেসব চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলোর ব্যত্যয় ঘটবে না। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে চীন। এটার সমাধান হবে বলে আমি মনে করি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সহযো‌গিতার বিষ‌য়ে তিনি বলেন, বাংলাদেশ চাইলে চিকিৎসা সরঞ্জাম দিতে রাজি চীন। বাংলাদেশের মানুষকে সার্বিক সহযোগিতায় করতে চায় চীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি! 

চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া

বাংলাদেশি মেয়েদের চাকরির আশ্বাসে ভারতে এনে পতিতাবৃত্তি করানো হতো

রমজানে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার মুসাখখান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

১২ দিন পর্যন্ত গোসল ছাড়াই চলেছেন আমির খান