ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

এমবাপের জোড়া গোলে বড় জয় রিয়ালের

এমবাপের জোড়া গোলে বড় জয় রিয়ালের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রোববার রাতে লা লিগার ম্যাচে লাস পালমাসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। 

এই সপ্তাহে স্প্যানিশ লিগ জয়ের রেসে পয়েন্ট হারিয়েছিল বার্সালোনা এবং আতলেতিকো মাদ্রিদ। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। এই জয়ে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা বার্সালোনার সংগ্রহ ৩৯ পয়েন্ট।

এদিন লস পালমাস টিভিতে ম্যাচ ‘সম্প্রচার যুগের’ সবচেয়ে দ্রুততম গোলটি পায়। খেলা শুরুর ২৭ সেকেন্ডের মাঝে পর্তুগিজ তরুণ স্ট্রাইকার ফাবিও সিলভা অতিথী দলকে এগিয়ে নেন। মজার বিষয় হচ্ছে খেলা শুরু পর এই গোলটা হওয়ার আগ পর্যন্ত একবারের জন্যও বলে স্পর্ষ করতে পারেনি রিয়ালের ফুটবলাররা! তবে এটুকুই অর্জন ছিল পালমাসের। বাকি গল্পটা রিয়াল লিখেছে আপন মহিমায়। পেনাল্টি থেকে রিয়ালকে ম্যাচের ১৮ মিনিটে সমতায় ফেরান এমবাপে। এরপর ম্যাচের ৩৩ মিনিটে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাহিম ডিয়াজ। ঠিক ৩ মিনিট পরই রদ্রিগোর ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। এতে রিয়াল এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। বিরতির আগে আরেকবার প্রতিপক্ষের জালে বল পাঠান এই ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। হ্যাটট্রিকও পাওয়া হয়নি এমবাপের। ম্যাচের ৫৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে রিয়ালের শেষ গোলটি করেন রদ্রিগো। এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৪-১। খেলার ৬৪ মিনিটে লুকাস ভাসকেসকে বাজে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন পালমাসের বদলি খেলোয়াড় বেনিতো রামিরেজ। সফরকারীরা ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেললেও আর গোল করতে পারেনি রিয়াল।

আরও পড়ুন

তবে রিয়ালের আরও দুইবার বল জালে জড়ালেও অফ সাইডে সেটা বাতিল হয়ে যায়। লা লিগার ইতিহাসে একমাত্র দল হিসেবে এক ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার রিয়ালের তিনটি গোল ভিএআরে বাতিল হলো। এর আগে ২০২২ সালে এলচের বিপক্ষে ম্যাচেও ভিএআরে রিয়ালের তিনটি গোল বাতিল হয়।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

ভূমি উপদেষ্টার দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

আটকে রাখা পণ্যবাহী ৩ জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

আরাকান আর্মি থেকে ছাড়া পেয়ে টেকনাফে দুই পণ্যবাহী জাহাজ

গাজা যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে চীন

শরীতপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ