ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকট চিলমারী-রৌমারী রুটে এক মাস যাবত ফেরি চলাচল বন্ধ

ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকট চিলমারী-রৌমারী রুটে এক মাস যাবত ফেরি চলাচল বন্ধ। ছবি : দৈনিক করতোয়া

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাব্যতা সংকটের কারণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌরুটে প্রায় এক মাস অর্থাৎ ২৮ দিন ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদে পানির গভীরতা কম হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। ফেরি চলাচল বন্ধ থাকায় সড়ক পথেও পণ্যবাহী পরিবহন যাতায়াত বন্ধ রয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। জনপ্রিয় এই রুট ব্যবহার করতে প্রতিদিন তিন দফায় ফেরি পারাপার  হতো পণ্যবাহী পরিবহনগুলো।

স্থানীয় হোটেল ব্যবসায়ী আপেল  জানান, অনেকদিন থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় মালবাহী ট্রাক আসে না। এখানে মালবাহী ট্রাক ও অন্যান্য গাড়ি এলেও চালক, হেলপারসহ যারা থাকতেন তারা এই ভাতের হোটেলগুলোতে খাওয়া দাওয়া করতেন।

আরও পড়ুন

তাদেরকে উদ্দেশ্য করেই এই হোটেলগুলোতে খাবারের ব্যবসা চলতো। এখন ব্যবসা অনেক কমে গেছে। ট্রাক চালক আতিক, ফরিদুল, হিমেল জানান, সোনাহাট স্থলবন্দর থেকে পাথর নিয়ে এই পথ দিয়ে যাতায়াতে খুব সুবিধা। কিন্তু দীর্ঘদিন থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় রংপুর হয়ে ঘুরে যেতে হয়।

বিআইডব্লিউটি-এর উপ-সহকারী প্রকৌশলী মো: কামরুজ্জামান বলেন, নতুন করে আবার ৪ কিলোমিটার পথে বালুচর পড়েছে। এর আগে মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা এসেছিলেন। তাদের দেয়া গাইডলাইন অনুযায়ী কাজ চলছে। তবে খনন কাজ শেষ হতে একটু সময় লাগবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রায় ৫শ কেজি পলিথিন জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা

পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দুইজনের জেল

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

সাতক্ষীরায় ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার দুই