ভিডিও মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

সিনিয়র শিল্পীদের নিয়ে মহিন খান নির্মাণ করলেন ‘জুলুম

সিনিয়র শিল্পীদের নিয়ে মহিন খান নির্মাণ করলেন ‘জুলুম

অভি মঈনুদ্দীন ঃ দিন যতো যাচ্ছে, নাটকে সিনিয়র শিল্পীদের উপস্থিতি কমছে। তবে কোনো কোনো নির্মাতা এখনো সিনিয়র শিল্পীদের নিয়ে নাটক নির্মাণের প্রবল চেষ্টা করেন। পরিচালক নাট্যকারকে এমনভাবেই গল্প বলে দেন কিংবা নাটক্যারের কাছে এমন গল্পই আশা করেন যে, যেন নাটকে সিনিয়র শিল্পীদের নেয়া যেতে পারে এমনভাবে যেন গল্প লেখা হয়। ঠিক তেমনি একজন নির্মাতা মহিন খান। তিনি নিজেই রচনা করেছেন পারিবারিক কলহের গল্প নিয়ে বিশেষ নাটক ‘জুলুম’।

তিনি তার রচিত এই গল্পে সিনিয়র শিল্পীদের উপস্থিতি রেখেছেন। যে কারণে ‘জুলুম’ নাটকে অভিনয় করতে দেখা যাবেক মাসুম বাশার, সাবেরী আলম, হায়দার আলী, রেশমী আহমেদ ও হারুন রশীদ বান্টিকে। তাদের সঙ্গে গল্পের প্রয়োজনে দেখা যাবে নবাগত দুই অভিনয়শিল্পী সাগর আহমেদ ও রাবিনা রাফিন’কে। মহিন খান জানান এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং বাড়িতে ও তার আশেপাশের এলাকায় নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাসুম বাশার বলেন,‘ অনেকেই বলেন নাটক শুধুই বিনোদনের বিষয়। কিন্তু আমি তা বলিনা। আমি মনেকরি একটি ভালো গল্পের শিক্ষনীয় নাটক সমাজে ও সমাজের মানুষের উপর প্রভাব পরে। মহিন খান তেমনই একজন নির্মাতা যার নাটকে সমাজের জন্য শিক্ষনীয় কোনো না কোনো বার্তা থাকে। যে কারণে তার নাটকে কাজ করতে ভীষণ ভালোলাগে আমার।’

সাবেরী আলম বলেন,‘ মহিনের প্রত্যেকটি নাটকেই কোনো না কোনো বার্তা থাকে। মহিন তার শেকড় ভুলেনা। শেকড়ের গল্প নিয়েই কাজ করে মুহিন। জুলুম ঠিক তেমনি একটি কাজ। আর মহিন অনেক অনেক কষ্ট করে এবং তিনি এতো চমৎকার কিউ দেন যা অনেক সময় অনেক আর্টিস্টও পারেন না। ’

হায়দার আলী বলেন,‘ আমার চোখের সামনেই মহিনের মিডিয়ায় উদয় হয়েছে, এখনো তার সাথে আছি আমি। সে অনেক দূর যাবে, জুলুম গল্প যেন তারই প্রমাণ বহন করে।’

আরও পড়ুন

রেশমী আহমেদ বলেন,‘ মহিন হচ্ছে গল্পের ফেরীওয়ালা। তার নাটকের গল্পটাই প্রাণ। কাস্টিং-এ মহিন কোনোই কম্পোইজ করেনা।’

হারুন রশীদ বলেন,‘ মহিন এমনই একজন গুনী নির্মাতা, ভালো মনের মানুষ, যদি কখনো আমাকে বলে যে বান্টি ভাই একটা নাটক বানাবো, কিন্তু পয়সা দিতে পারবোনা, তবুও আমি কাজ করবো। কারণ তার কাজ করতে ভীষণ ভালোলাগে আমার।’

নির্মাতা মহিন খান বলেন,‘ সিনিয়র শিল্পীদের নিয়ে আগে কাজ করতে গেলে অনেক চ্যালেঞ্জিং মনে হতো। কিন্তু এখন সবাই আমাকে শতভাগ সহযোগিতা করে। মহিন জানান, নাটকটি শিগিগরিই একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি!

শেখ হাসিনাসহ সব বাংলাদেশিকে ভারত থেকে তাড়ানোর দাবি শিবসেনা এমপির

বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে সরব মমতা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে প্রেমিকার অনশন

প্রথমবার ভারতে আসছেন টেলর সুইফট!

রাজধানীতে রেলেওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু