ভিডিও মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো : ট্রাম্প

আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো : ট্রাম্প, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বারেরমত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, নির্বাচনে জয় লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ক। তিনি বলেন, আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, পিট হেগসেথের নেতৃত্বে দেশ আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র। হেগসেথ দেশটির পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন।

ট্রাম্প বলেন, আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলবো। আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হবো না, অপমানিত হবো না। আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই বলেন যে, তার প্রশাসন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে, তবে তা ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমাদের।

আরও পড়ুন

এদিকে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার পরই বেশকিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। অপরদিকে তার অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হয়েছে। ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসে সমবেত হয়েছেন। নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক, শিকাগোর ট্রাম্প টাওয়ার, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসের সিটি হলের বাইরে ট্রাম্প-বিরোধী র‌্যালিতে অংশ নেন বিক্ষোভকারীরা। ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ১৯ জনকে আটক

প্রথা ভেঙে বাইবেলের স্পর্শ ছাড়াই শপথ নিলেন ট্রাম্প

 প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে যেতে টিকার বাধ্যবাধকতা নেই

গৃহবধূকে হত্যা করে সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতি 

অস্ত্রসহ যুবক আটক,ছিনিয়ে নিতে পুলিশকে মারধর