ভিডিও মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

প্রথা ভেঙে বাইবেলের স্পর্শ ছাড়াই শপথ নিলেন ট্রাম্প

প্রথা ভেঙে বাইবেলের স্পর্শ ছাড়াই শপথ নিলেন ট্রাম্প, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল রাখা হয়েছিল, তবে তিনি ঐতিহ্যগতভাবে বাইবেলের ওপর হাত না রেখেই শপথ নিয়েছেন। প্রসঙ্গত, শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল ব্যবহৃত হয়। এর মধ্যে একটি বাইবেল ছিল ১৮৬১ সালে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানের বাইবেল, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী বাইবেল। আরেকটি বাইবেল ছিল ট্রাম্পের মায়ের দেওয়া।

সাধারণত, মার্কিন প্রেসিডেন্ট শপথ গ্রহণের সময় বাইবেলের ওপর হাত রেখে শপথ নেন, কিন্তু এই শপথের সময় ট্রাম্প বাইবেলের ওপর হাত রাখেননি। শপথ গ্রহণের সময় তিনি কেবল তার ডান হাত উঁচু করে শপথ পাঠ করেন এবং বাইবেল দুটি তার পাশে দাঁড়িয়ে ছিল ট্রাম্পের স্ত্রী ম্যালানিয়া ট্রাম্পের হাতে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ২০১৭ সালে, প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প স্ত্রী ম্যালানিয়া ট্রাম্পের হাতে দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথ নিয়েছিলেন।

এই বিষয়টি নিয়ে বার্তাসংস্থা রয়টার্সকে ব্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্সিয়াল স্কলার ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর জেরেমি সুরি। তিনি বলেন, মার্কিন সংবিধানে এমন কিছু উল্লেখ করা হয়নি যে প্রেসিডেন্টকে শপথের সময় বাইবেলে হাত রাখতে হবে। শপথ মূলত সংবিধানের ওপর নেওয়া হয়। বাইবেলে হাত না রাখলে শপথের কোনো অসামঞ্জস্যতা নেই। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা এমন ব্যবস্থা রেখেছেন যাতে ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে প্রেসিডেন্টদের শপথ নেওয়ার সুযোগ থাকে, এমনকি যারা ধর্মীয় বিশ্বাসে নাস্তিক, তারাও শপথ নিতে পারেন। রয়টার্স সংবাদ সংস্থার মাধ্যমে ট্রাম্পের মুখপাত্রদের কাছে এই বিষয়টি নিয়ে মন্তব্য চাওয়া হয়েছিল, তবে তারা কোনো সাড়া দেননি।

আরও পড়ুন

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ নেওয়ার সময় বাইবেলের ওপর হাত রাখার প্রথা দীর্ঘদিনের। এই প্রথা শুরু হয়েছিল ১৭৮৯ সালে, প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে। তখন থেকে পরবর্তী সব প্রেসিডেন্ট এই প্রথা অনুসরণ করে আসছেন। বাইবেলের ওপর হাত রেখে শপথ নেওয়ার সময় প্রেসিডেন্টের ডান হাত উপরে থাকে এবং বাঁ হাত থাকে বাইবেলের ওপর। তবে কিছু প্রেসিডেন্ট এই প্রথা থেকে ব্যতিক্রম ছিলেন। যেমন, প্রেসিডেন্ট টমাস জেফারসন, ক্যালভিন কুলিজ এবং থিওডর রুজভেল্ট বাইবেলের ওপর হাত রাখেননি। এছাড়া, প্রেসিডেন্ট জুন কুইন্সি এডামস বাইবেলের পরিবর্তে আইনের একটি বইয়ে হাত রেখে শপথ নিয়েছিলেন, যা তিনি বোঝাতে চেয়েছিলেন যে, তিনি আইন ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য অব্যাহত রাখবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

মাদারীপুরে ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার আ’লীগ নেতা সফিক তিন দিনের রিমান্ডে

বিয়ে করতে আর ট্যাক্স দিতে হবে না : আইন উপদেষ্টা

চরমোনাই পীরের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার