ট্রাম্পের শপথের দিন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার দিনে বিতর্কে জড়ালেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্পের প্রত্যাবর্তন উদ্যাপনের সময় মাস্কের করা হাতের ইশারাকে নাৎসি স্যালুট বা ফ্যাসিবাদী অঙ্গভঙ্গির সঙ্গে তুলনা করেছেন অনেকে।
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এদিন ক্যাপিটল ওয়ান এরিনায় একটি সমাবেশে অংশ নেন ইলন মাস্ক।
বিজয় উদ্যাপনে মঞ্চে ওঠে একাধিকবার ইলন মাস্ক তার ডান হাত বুকে ঠুকে সমর্থকদের উদ্দেশে ইশারা করেন। মাস্ক তার ঠোঁট কামড়ে ধরেন। আঙুল প্রসারিত করা ডান হাত বুকের বাঁ পাশে স্পর্শ করেন। এরপর আঙুল প্রসারিত করা এই ডান জোরের সঙ্গে ঊর্ধ্বমুখী করে চিৎকার দিয়ে বলেন, ‘ইয়েসসসস’। পরে তিনি ঘুরে তার পেছনের দিকে থাকা দর্শকদের একই অঙ্গভঙ্গি দেখান।
অনেকে এটিকে রোমান স্যালুট হিসেবে উল্লেখ করেছে, যা ইতিহাসে নাৎসি স্যালুট হিসেবেই বেশি পরিচিত।
সমালোচকদের দাবি, এই অঙ্গভঙ্গি করে সুনির্দিষ্ট একটি মতাদর্শের প্রতীকী বহিঃপ্রকাশ করেছেন মাস্ক। তবে ইলন মাস্কের সমর্থকদের দাবি, উচ্ছ্বাসের মুহূর্তে করা এমন অঙ্গভঙ্গিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।
এদিন মাস্ক তার ভাষণে বলেন, ট্রাম্পের বিজয় কোনো সাধারণ বিজয় ছিল না। এই বিজয় সত্যিই গুরুত্বপূর্ণ। এই বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান মাস্ক। তিনি বলেন, সভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সবাইকে ধন্যবাদ।
এদিকে সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিলেও মার্কিন ধনকুবের ইলন মাস্ক এ নিয়ে এখনও কোন মন্তব্য করেন নি।
ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় সক্রিয় ছিলেন মার্কিন প্রযুক্তি খাতের ধনকুবের মাস্ক। ফলস্বরূপ ট্রাম্পের দ্বিতীয় দফার প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন মাস্ক।
মন্তব্য করুন