বগুড়ার আ’লীগ নেতা সফিক তিন দিনের রিমান্ডে
কোর্ট রিপোর্টার : বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৭ জুলাই বগুড়া শহরের কাঁঠালতলা মোড়ে ছাত্র-জনতার মিছিলে গুলি, ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আব্দুল মজিদকে আহত করার মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এই মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আনিছুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা তিন দিনের রিমান্ড আদেশ এবং সফিকের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
বগুড়া সদর উপজেলার আকাশতারার জেল্লাল ফকিরের ছেলে আব্দুল মজিদের দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা মিছিল নিয়ে তিনিসহ মিছিলকারীরা বেলা ২টার দিকে শহরের কাঁঠালতলা মোড়ে পৌঁছালে এই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে জেলহাজতে প্রেরণকৃত আসামীদ্বয় আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, ককটেল, পেট্রোল বোমা নিয়ে মিছিলে উপর হামলা চালায়।
আরও পড়ুনএসময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও শটগান থেকে গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মিছিলকারীদেরকে মারপিট করে আহত করে। এসময় শটগানের গুলি বাদি আব্দুল মজিদের ডান চোখে ও মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। আহত আব্দুল মজিদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডেকেল কলেজ ও পরে ঢাকায় জাতীয় চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
আসামি আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে হত্যাসহ মারপিট ও বিস্ফোরক দ্রব্য আইনের ১০টি মামলা রয়েছে। গত ১৮ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় আসামি আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী মাহফুজা খানম ওরফে লিপি বেগমকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন