বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাইদুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকার তালুকদার মার্কেটের সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম আদমদীঘি উপজেলার সুদিন পশ্চিমপাড়ার সফির উদ্দিনের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ৮টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় তালুকদার মার্কেটের সামনে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাইদুর ইসলামকে গ্রেপ্তার ও তার হেফাজত থেকে নেশা জাতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন