ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

আজ থেকে সোহেল মেহেদীর জীবনের নতুন যাত্রা..

সোহেলে মেহেদী

অভি মঈনুদ্দীন ঃ সোহেলে মেহেদী, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। স্টেজ শো’র এই মৌসুমে ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শো নিয়েই তার ব্যস্ত সময় কাটছে। তবে গান করার পাশাপাশি এর আগে সোহেল মেহেদী কনস্ট্রাকসন ও ট্রান্সপোর্ট ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। আবারো তিনি নতুন করে ব্যবসার সাথে সম্পৃক্ত হলেন।

আজ থেকে রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যাণ্ড সেন্টারে যাত্রা শুরু হতে যাচ্ছে সোহলে মেহেদী’র নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘ইম্পেরিয়াল লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যাণ্ড ক্যাফে’র। তারসঙ্গে এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আরো দু’জন সম্পৃক্ত আছেন। একজন সাইফুল্লাহ অন্যজন সাইফুল ইসলাম।

আজ সন্ধ্যায় বিএনপির সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার (সোহেল মেহেদীর শ্বশুর), জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীরের হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন সোহেল মেহেদী। সোহেল মেহেদী বলেন,‘ একজন শিল্পী হিসেবেই পরিচয় দিতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। বলা যায় গানই আমার জীবন গানই আমার প্রাণ। এর বাইরে আসলে জীবনের প্রয়োজনে মাঝে মধ্যে নিজেকে ব্যবসার সাথে সম্পৃক্ত করেছি। মাঝে বেশকিছুদিন ব্যবসা থেকে নিজেকে একটু দূরেই রেখেছিলাম। এখন আবার নতুন করে রেস্টুরেন্ট ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করেছি। সাথে আমার আরো দুই ভাই আছেন। আমরা তিনজন মিলেই এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে দাঁড় করানোর চেষ্টা করছি। বাকীটা আল্লাহ ভরসা। তবে খাবারের গুনগত মানের দিক দিয়ে আমাদের শতভাগ সজাগ দৃষ্টি থাকবে। আর সপ্তাহে দুই দিন থাকবে মিউজিক্যাল নাইট। আশা করছি আমাদের ইম্পেরিয়াল লাউঞ্জের পরিবেশ এবং খাবার সবার ভালোলাগবে। অগ্রীম ধন্যবাদ জানাই মাননীয় সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, যিনি আমার শ্বশুর আব্বা, আসিফ আকবর ভাই ও আঁখি আলমগীর আপাকে। আশা করছি সবাই আমাদের নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে থাকবেন।’

আরও পড়ুন

এদিকে আগামী ২৩ জানুয়ারি রাজধানীর ক্যাপিটাল ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন সোহেল মেহেদী। ২৬ জানুয়ারি আরটিভির শুটিং-এ অংশ নেবেন এবং ২৭ জানুয়ারি মাদারীপুরে আরেকটি স্টেজ শো’তে অংশ নেবেন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পাবনার পাকশীর বাঘাইল স্কুল অ্যাণ্ড কলেজের ৭৫’তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সঙ্গীত পর্বের দায়িত্ব দেয়া হয়েছে সোহেল মেহেদীকে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (২০১৮ সাল থেকে) সিরাজুল ইসলাম জানান, আগামী ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আঁখি আলমগীর, আসিফ আকবর ও সোহেল মেহেদী সঙ্গীত পরিবেশন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমন্বয়ক রিফাত জানালেন কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষে কী ঘটেছিল

আমরা সবসময় বাংলাদেশকে অগ্রাধিকার দেই: চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

১৮ হাজার ভারতীয় নাগরিককে ছাড়তে হচ্ছে যুক্তরাষ্ট্র 

মিরপুরে ২১ বিঘা জমি দখলমুক্ত,বিপাকে কয়েক হাজার পরিবার

রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস ইউএনএইচসিআরের