ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় লরিচাপায় নিহত ২

নেত্রকোনায় লরিচাপায় নিহত ২

নেত্রকোনা জেলার সদর-আটপাড়া সড়কে লরি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। জাকির হোসেন (৪০) নামের এক মোটরসাকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। অপর আরোহী শাহ পরান (২৫) ময়মনসিংহ নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার পঞ্চাননপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা দুই মোটরসাকেল আরোহীকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাকে মৃত ঘোষণা করে।  

আরও পড়ুন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জাকির হোসেন সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। শাহ পরান একই গ্রামের রতন মিয়ার ছেলে। সন্ধ্যার দিকে জাকির হোসেন শাহ পরানকে নিয়ে নেত্রকোনা শহরের দিকে আসছিলেন। এসময় পাশের একটি জমি থেকে মাটি নিয়ে একটি লরি ওই মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে দুজনই পড়ে গেলে তাদের ওপর দিয়ে লরিটি পালিয়ে যায়। লরির চাপায় ঘটনাস্থলেই জাকির হোসেন নিহত হন। এদিকে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে জাকিরকে মৃত ঘোষণা করে শাহ পরানকে ময়মনসিংহ পাঠাা হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল জলিল দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, লরিটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্দার করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সার্বিক  চিকিৎসার সর্বশেষ যা জানা গেলো 

কারওয়ান বাজার থেকে আন্দোলনকারীদের উঠিয়ে দিলো পুলিশ

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি

বোমা হামলার হুমকি পাওয়া বিমানে চলছে তল্লাশি

‘শব্দদূষণ ও বায়ুদূষণে আমরা এক নম্বর’

সাবেক মেয়র আতিক আবারও রিমান্ডে