জয়পুরহাটের পাঁচবিবিতে জেঁকে বসেছে শীত বিপর্যস্ত জনজীবন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে জেঁকে বসেছে শীত। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় গ্রামগঞ্জে বয়স্ক নারী-পুরুষ খড় জ্বালিয়ে নিবারণ করছেন শীত। মাঘ মাসে দিনদিন বেড়েই চলেছে শীতের তীব্রতা।
শীতবস্ত্রের অভাবে অতি কষ্টে রাত-দিন পার করছেন হতদরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। দিনে সূর্যের দেখা না পাওয়ায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তবে ঠান্ডা উপেক্ষা করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা কাজে বের হলেও প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন তারা।
বর্তমানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সেবামূলক সংগঠন ও উপজেলা প্রশাসন থেকে দরিদ্রদের শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও পৌরসভার পাড়া মহল্লায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে বৃদ্ধা, বয়স্ক ও শিশুসহ অনেকের।
এদিকে ক্রমশই বাড়ছে শীতের তীব্রতা। তাই অল্প দামে গরম কাপড় কিনতে নানা বয়সী নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে ফুটপাথের অস্থায়ী দোকানগুলোতে। শহরের রেলস্টেশন সংলগ্ন পূর্বধার, নিমতলী বাজার, স্টেশনরোডসহ উপজেলার বিভিন্নস্থানে অস্থায়ী কম দামের গরম কাপড়ের দোকান বসেছে। এসব দোকানে ছোট-বড় সব বয়সীর গরম কাপড় বিক্রি করছেন। সরেজমিনে দেখা গেছে কম দামের কাপড়ের পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। ভোর থেকেই এসব দোকানে ক্রেতাদের ভিড়।
আরও পড়ুনসবজি বিক্রেতা মাফিজুল বলেন, বাজারে বড় দোকান থেকে বেশি টাকা দিয়ে গরম কাপড় কিনতে পারি না। শীত থেকে রক্ষা পেতে তাই ফুটপাতের কম দামের দোকানে এসেছি। অস্থায়ী দোকানী হাতেম আলী বলেন, আমাদের দোকানে সাধারণত স্বল্প আয়ের মানুষ আসেন।
যাদের নামকরা দোকান থেকে বেশি টাকা দিয়ে নতুন গরম কাপড় কেনার সামর্থ্য নাই। এদিকে ফুটপাতের ব্যবসায়ীদের মতে, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা বেশি হয়। এখানে প্রতিদিন ৩ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত কাপড় বিক্রি হয়।
মন্তব্য করুন