ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

সোহানাকে দোয়া দিয়ে গেলেন আহমেদ শরীফ

সোহানা , অভিনেতা আহমেদ শরীফ, নায়িকা রঞ্জিতা ও অভিত্রেী শারমিন

অভি মঈনুদ্দীন ঃ আহমেদ শরীফ, বাংলাদেশের চলচ্চিত্রের একজন জীবন্ত কিংবদন্তী অভিনেতা। সর্বশেষ আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমায় তার অল্প সময়ের দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করেছিলো। আহমেদ শরীফ আগের মতো অভিনয়ে নিয়মিত না হলেও দর্শক এখনো তাকে তার অভিনয়ের কারণেই মনে রেখেছে। এদিকে এক সময় সিনেমাতে নিয়মিত অভিনয় করতেন চিত্রনায়িকা সোহানা।

তবে গেলো দেড় দশক যাবত তিনি অভিনয় থেকে দূরেই আছেন। কখনো আমেরিকা কখনো দেশে থাকেন তিনি। গত ২০ জানুয়ারি ছিলো তার জন্মদিন। এবারের জন্মদিন পরিবারের সবাইকে নিয়েই ধানমণ্ডির একটি রেঁস্তোরায় উদযাপন করেছেন। সোহানা পরিবারের বাইরে নিমন্ত্রণ করেছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নায়িকা রঞ্জিতা ও অভিত্রেী শারমিনকে। তারা সবাই সোহানার নিমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন।

আহমেদ শরীফ বলেন,‘ সোহানা ভালো একজন অভিনেত্রী, ভালো মনের মানুষও বটে। তাকে ভীষণ স্নেহ করি আমি। তার জন্মদিনে আসতে পেরে খুউব ভালোলাগলো। দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’

আরও পড়ুন

রঞ্জিতা বলেন,‘ একজন সহকর্মী হিসেবে ভীষণ ভালো মনের মানুষ। তার জন্মদিনে অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইলো। তারসঙ্গে চমৎকার একটা সময় কাটলো।’

সোহানা বলেন,‘ একটা সময় ছিলো যখন দিন রাত কেটে যেতো চলচ্চিত্রের মানুষদের সঙ্গেই। এটা সত্যি চলচ্চিত্রে অভিনয় করে এদেশের কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা অকৃত্রিম। জানিনা আর কোনোদিন অভিনয় করা হবে কী না, তবে আমৃত্যু এদেশের চলচ্চিত্রের প্রতি, চলচ্চিত্র পরিবারের প্রতি ভালোবাসা রয়ে যাবে। সবার দোয়া চাই যেন পরিবার নিয়ে ভালো থাকতে পারি।’ সোহানা অভিনীত প্রথম সিনেমা সদ্য প্রয়াত পরিচালক সিবি জামান পরিচালিত ‘কুসুম কলি’। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ঘেরাও’,‘ সন্ত্রাস’,‘ সতর্ক শয়তান’,‘ উত্থান পতন’,‘ আতঙ্ক’,‘ লাট সাহেব’,‘ স্বপ্নের নায়ক’,‘ ঘর দুয়ার’,‘ গরীবের সংসার’,‘ ক্যারাটি মাস্টার’,‘ জিদ’ ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

১৮ হাজার ভারতীয় নাগরিককে ছাড়তে হচ্ছে যুক্তরাষ্ট্র 

মিরপুরে ২১ বিঘা জমি দখলমুক্ত,বিপাকে কয়েক হাজার পরিবার

রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস ইউএনএইচসিআরের

থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক  

রংপুর অঞ্চলে গরু দিয়ে হালচাষের চিত্র আর নেই