বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে সড়ক দুর্ঘটনায় কবির আহমেদ (৭০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার কলেজরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির আহম্মেদ পৌরশহরের পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত বজলুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবির হোসেন কলেজরোড মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় মাইক্রোবাসের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এরপর দ্রুতগামী একটি ট্রাক কবির হোসেনের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনএ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন